বিনোদন ডেস্ক
যৌন হেনস্তা ইস্যুতে যা বললেন রজনীকান্ত
আরজি করকাণ্ডে প্রতিবাদে মুখর গোটা ভারত। চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও হত্যায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবঙ্গ। এরই মধ্যে নতুন করে তোলপাড় ফেলেছে হেমা কমিটির রিপোর্ট। আরজি করকাণ্ডের ঘটনার পর হেমা কমিটির রিপোর্টে উঠে এসেছে মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্তার একের পর এক অধ্যায়। যেগুলো বেশ নাড়া দিয়েছে গোটা ভারতের বিনোদনপ্রেমীদের। রীতিমতো নড়েচড়ে বসেছে গোটা ভারতের বিভিন্ন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।
এরপরই যৌন হেনস্তা ইস্যুতে একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ। ইতিমধ্যেই অ্যাসোসিয়েশন অব মালয়ালম মুভি আর্টিস্টসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিযুক্ত পরিচালক রঞ্জিত। রবিবার (১ সেপ্টেম্বর) চেন্নাই বিমানবন্দরে রজনীকান্তকে প্রশ্ন করা হয়। সেখানে হেমা কমিটির রিপোর্টের প্রসঙ্গ উঠতেই অভিনেতার উত্তর, এ বিষয় সম্পর্কে তিনি নাকি কিছুই জানতেন না।
সাংবাদিকদের প্রশ্নে বিভ্রান্তি ভরা মুখে তিনি আরো একবার বিষয়টি শুনতে চান। অভিনেতার কথায়, ‘হেমা কমিটি! মালয়ালম!’ তিনি হাসিমুখে উত্তর দেন, ‘আমি ঠিক জানি না। সত্যি বলতে এই বিষয়ে কিছুই শুনিনি। দুঃখিত।’
"