বিনোদন প্রতিবেদক

  ০১ সেপ্টেম্বর, ২০২৪

নতুন সিনেমায় গাইলেন কণা

চলচ্চিত্র পরিচালক জাফর আল মামুন এর আগে চারটি সিনেমা নির্মাণ করেছেন। যার মধ্যে দুটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে নতুন সিনেমার ঘোষনা দিলেন এই নির্মাতা। চলতি মাসের শেষে কাজ শুরু করবেন তিনি। নাম ‘চাইল্ড অব দ্য স্টেশন’। এরই মধ্যে সিনেমার জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের সবচেয়ে আলোচিত গায়িকা, দুষ্টু কোকিল’খ্যাত দিলশাদ নাহার কণা। যার কথা লিখেছেন রাফিদ একরাম। গানটির সুর-সংগীত করেছেন বেলাল খান। এরই মধ্যে শেষ হয়েছে রেকর্ডিংয়ের কাজ। নির্মাতা জাফর আল মামুন বলেন, ‘এই মুহূর্তে সিনেমার গল্পে একটু কারেকশনের কাজ চলছে। সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। সিনেমাটিতে প্রথম গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় দিলশাদ নাহার কণা। আমি আশাবাদী গানটি নিয়ে।’ কণা বলেন, ‘সিনেমায় গান গাইতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। মামুন ভাইয়ের সিনেমায় এবারই প্রথম আমার গাওয়া। কথা ও সুর ভালো লেগেছে আমার। এমন একটি সুন্দর গান নিয়ে প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক।’ এদিকে গানটিতে কণার সঙ্গে গেয়েছেনও বেলাল। কণা এখনো স্টেজ শোতে ফেরেননি। দেশের পরিস্থিতি আরো স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশে স্টেজ শোও শুরু হচ্ছে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close