বিনোদন প্রতিবেদক
শিল্পীদের কালো তালিকার খাতা ছিঁড়ে ফেলতে চান মুহিন
ডানা মেলে সুরের আকাশে উড়তে চেয়েছেন। কিন্তু ছিল না স্বাধীনতা। বেঁধে দেওয়া হয়েছিল আকাশসীমা। তাই একটি কেন্দ্রের মধ্যে ঘুরপাক খেতে হয়েছে বছরের পর বছর। তবু হাল ছাড়েননি। প্রহর গুনেছেন দিন বদলের। প্রতীক্ষা ছিল সেই দিনের, যেদিন মিলবে মুক্ত স্বাধীন আকাশের দেখা। অবশেষে শেষ হলো প্রতীক্ষার প্রহর গুনে যাওয়া।
দিন বদলের পালায় নতুন আলো তাকে আলোচিত হয়ে ওঠার পথ দেখাল। বলছি ক্লোজআপ ওয়ান তারকা মুহিনের কথা। মুহিনের এই সময়ের ভাবনা, কর্মব্যস্ততা ও আগামী দিনের পরিকল্পনার কথা, যা নিয়ে সংগীতপ্রেমীদের রয়েছে অনেক কৌতূহল। কারণ একটাই, ক্লোজআপ ওয়ান তারকা হিসেবে গানে গানে অগণিত শ্রোতার মনোযোগ কেড়েছেন মুহিন।
অ্যালবামের পাশাপাশি একক, দ্বৈত গান প্রকাশ করেও প্রশংসা কুড়িয়েছেন। এক যুগের বেশি সময় ধরে মঞ্চে পারফর্মও করে দর্শক হৃদয় আন্দোলিত করে আসছেন। পাশাপাশি সিনেমায় প্লেব্যাক করে কণ্ঠশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এই শিল্পী ও সুরকারের কাছে প্রশ্ন ছিল, সুরেলা আয়োজনে আগামীকে কীভাবে রাঙানোর পরিকল্পনা করছেন? উত্তরে মুহিন বলেন, ‘সংস্কৃতিকে শেকলে বেঁধে রাখা যাবে না’ এটা জানান দিতেই শিল্পকলা একাডেমি, বিটিভি, বাংলাদেশ বেতারের শিল্পীদের কালো তালিকার খাতা ছিঁড়ে ফেলতে চাই। দল, গোত্র, জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদে শিল্পীকে কখন আলাদা করা যায় না, শিল্পীরা বেঁচে থাকেন তার সৃষ্টির মধ্য দিয়ে, এই সত্যিটা সবার মাঝে তুলে আনতে চাই। নইলে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তা কখনো পূরণ হবে না।
"