বিনোদন প্রতিবেদক

  ১০ আগস্ট, ২০২৪

সবার মঙ্গল কামনা করলেন চঞ্চল চৌধুরী

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই তিনি সক্রিয়। নিজের ব্যক্তিগত মতামত ও কাজের বিষয় নিয়েই ফেসবুকে কথা বলেন এই অভিনেতা। এবার কাজের বিষয়ের বাইরে আরেকটি পোস্ট দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি, আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ, এখন পর্যন্ত আমি কোনো পত্র-পত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি।’ তিনি আরো লিখেছেন, ‘আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সবার মঙ্গল হোক।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close