বিনোদন প্রতিবেদক
দেশের অবস্থা স্বাভাবিক চান তিশা
কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। হাসিনার পদত্যাগে একদিকে যেমন দেশ জুড়ে চলছে আনন্দ-উল্লাস, তেমনি বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির ওপর চলছে জনবিক্ষোভ ও হামলা। যার নিন্দা জানাচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
দেশে চলমান আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি জানিয়েছেন তিনি। এবার নতুন এক পোস্টে নুসরাত ইমরোজ তিশা আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের জন্য আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার ফেসবুকে অভিনেত্রী লেখেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।’
তিশার সঙ্গে ভক্ত-অনুরাগীরাও একাত্মতা পোষণ করেছেন। পুলিশের ওপর আক্রমণকে সমর্থন করা যায় না বলেও মন্তব্য করছেন অনেকে। কারো কারো মতে, পুলিশের পোশাকও পরিবর্তন করা উচিত। এই পোশাকে অনেক ছাত্রের রক্ত লেগে আছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কয়েক দিনে প্রায় ৪৭০টি থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করা হয়েছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
"