বিনোদন ডেস্ক
শাহরুখকে নিয়ে রহস্য প্রকাশ জন সিনার
শাহরুখকে বরাবরই পছন্দ করেন জন সিনা। সম্প্রতি অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে এক ফ্রেমে ধরা দিয়েছেন বলিউডের ‘বাদশাহ’ ও ডব্লিউডব্লিউই তারকা জন সিনা। দুজনের কী কথা হয়েছে, তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছিল বেশ আলোচনা-সমালোচনা। অবশেষে সেই কৌতূহল বিষয় নিয়ে কথা বলেছেন জন সিনা। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শাহরুখ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যা সেই সময় আমার জন্য খুব জরুরি ছিল। অনুপ্রেরণা বললেও কম বলা হবে। আমার জীবনে একটি বিশেষ পরিবর্তনের প্রয়োজন ছিল। তা সুষ্ঠুভাবে কার্যকর করে তোলার জন্য শাহরুখের কথাগুলো অনেকটাই সাহায্য করেছে।’ তিনি আরো বলেন, ‘আর সেই পরিবর্তনের পর থেকেই কী যে বলি! জীবন দুর্দান্ত গতিতে ছুটছে! আমার জ্যাকপটগুলো আমি চিহ্নিত করতে পেরেছি। কঠোর পরিশ্রমের প্রতি আমি কৃতজ্ঞ। যাতে সেগুলো নষ্ট না হয়, সেদিকে মনোযোগী হব আমি।’
তার জীবনে যে মানুষটার এতটা প্রভাব রয়েছে, তার সঙ্গে মুখোমুখি দেখা ও হাত মেলানোর মুহূর্তে আবেগঘনিত হয়ে পড়েন ডব্লিউডব্লিউই তারকা জন সিনা। কীভাবে তার জীবনের সঙ্গে জুড়ে রয়েছেন, তা জানালেন শাহরুখকে। তিনি অসাধারণ। একই সঙ্গে সহানুভূতিশীল ও দয়ালু। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।
জন সিনার এই পোস্ট দেখে ভক্তরা তার রীতিমতো ভক্ত হয়ে উঠেছেন এবং প্রশংসা করেছেন। সবাই বলছেন, জন সিনাকে পাগড়িতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। মুকেশ আম্বানিও জন সিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
"