বিনোদন প্রতিবেদক
ফারিয়া শাহরিন মা হলেন
মা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া শাহরিন। তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন ফারিয়া।
মেয়ের নাম রেখেছেন ফারহানা শাহরিন।
ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’
দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালে আংটি বদল করেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী। গেল বছর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। গত ১২ মে, মা দিবসে মা হওয়ার সুখবরটি দেন তিনি।
এদিকে লম্বা সময় ধরে ছোটপর্দার নাটকে অভিনয় করছেন ফারিয়া শাহরিন। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও।
"