বিনোদন প্রতিবেদক

  ০৭ আগস্ট, ২০২৪

জাহানারা আহমেদকে নিয়ে নাটক নির্মাণে আগ্রহী আবুল হায়াত

একুশে পদকপ্রাপ্ত দুই জীবন্ত কিংবদন্তি জাহানারা আহমেদ ও আবুল হায়াত। একসঙ্গে আবুল হায়াতের নির্দেশনায় বেশ কয়েক বছর আগে একটি নাটকে কাজ করেছেন জাহানারা আহমেদ। সব মিলিয়ে যদি সময়-সুযোগ হয়, আরো একবার একটি ভালো গল্প নিয়ে জাহানারা আহমেদকে নিয়ে নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন আবুল হায়াত।

তিনি বলেন, ‘জাহানারা আপা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের গর্ব। আমি তাকে নিয়ে বেশ কয়েক বছর আগে একটি নাটক নির্মাণ করেছিলাম। এরপর আসলে তাকে নিয়ে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। তার শরীরটাও এখন আর আগের মতো ভালো নেই। আমারও ইচ্ছে আছে ভালো গল্প পেলে তাকে নিয়ে একটি শেষ নাটক নির্মাণ করতে চাই, যদি তিনি সুস্থ বোধ করেন। তা না হলে তো সম্ভব নয়। এখন সময়ই বলে দেবে তাকে নিয়ে কাজটি আমি করতে পারব কি না। জাহানারা আপা গুণী একজন শিল্পী। তিনি নিজেও নাটক রচনা করেন। যে কারণে তার সঙ্গে কাজ করার আনন্দটাও অন্যরকম। আল্লাহ চাইলে যদি সময়-সুযোগ ব্যাটে-বলে মিলে, তবে আরেকটি কাজ করার প্রবল ইচ্ছে রাখি। বাকিটা আসলে সময়ের ব্যাপার।’

জাহানারা আহমেদ বলেন, ‘এরপর আসলে আমার যতদূর মনে পড়ে আর কোনো নাটকে অভিনয় করা হয়ে ওঠেনি। শরীর এখন ভালো না। আর কখনো অভিনয় করা হবে কি না- একমাত্র আল্লাহই জানেন।’

আবুল হায়াতের রচনায় ও পরিচালনায় জাহানারা আহমেদ ‘বাবা তোমার হাতটা একটু ধরি’ নাটকে অভিনয় করেছিলেন। নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছিল। জাহানারা আহমেদ রচিত সর্বশেষ প্রচারিত ধারাবাহিক নাটক ছিল ‘লকেট’। এটি বিটিভিতে প্রচারিত হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close