বিনোদন প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০২৪

সিনেমা নিয়ে ভাবনা নেই তানিয়ার

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ঢাকাই সিনেমায় নিয়মিত হতে চেয়েছিলেন। বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন। তবে পছন্দমতো চরিত্র না পাওয়ায় বড়পর্দায় নিয়মিত হতে পারেননি। ২০১২ সালে ‘ভিট চ্যানেল আই টপ মডেল’ দ্বিতীয় রানারআপের মধ্য দিয়ে শোবিজ জগতে পা রাখেন তিনি।

ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী তানিয়া জানান, গত ঈদে তার অভিনীত ডজনখানেক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। হাতে রয়েছে বেশ কিছু একক নাটকের কাজ। সম্প্রতি কাজে ফিরেছেন জানিয়ে তানিয়া বলেন, বেশ কয়েকটি একক নাটকে অভিনয় করছেন তিনি। শুটিং শুরু হয়েছে ইমরান হাওলাদার পরিচালিত একক নাটকের। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এতে তানিয়ার বিপরীতে অভিনয় করছেন নিলয় আলমগীর।

আগামী মাসের (আগস্ট) ১৩ তারিখ আরেকটি একক নাটকের শুটিংয়ের জন্য সাউথ কোরিয়া যাচ্ছেন। হাসান রেজাউলের পরিচালনায় নাটকটিতে তানিয়ার কো-আর্টিস্ট ইয়াশ রোহান। তারপর অন্য একটি নাটকের শুটিংয়ে তার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। ওই নাটকে তানিয়ার বিপরীতে অভিনয় করবেন নিলয় আলমগীর। এ ছাড়া চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া অন্য একটি নাটকে অভিনয় করবেন তানিয়া। নাটকটিতে আরো রয়েছেন জুনায়েদ বোগদাদী, সাদিয়া ইসলাম মৌসহ অনেকে।

নাটকে অভিনয় নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘এখন কিন্তু যেকোনো নাটকে কাজ করার আগে গল্পটা ভালো হওয়া জরুরি মনে করি। কারণ দর্শক গল্পটাই আগে খোঁজেন। এরপর চরিত্রে নিজের অভিনয় করার সুযোগটা কেমন আছে, তাও ভেবে দেখি।’

অফ ট্র্যাকের নাটকে চ্যালেঞ্জিং চরিত্র তার পছন্দের জানিয়ে তানিয়া বলেন, ‘অফ ট্র্যাকের গল্পে আমার প্রথম কাজ ছিল মোশাররফ করিমের সঙ্গে। জাকিউল ইসলাম রিপন পরিচালিত ‘পিনিকেই ঝিনিক’ নাটকটিতে দর্শকের দারুণ সাড়া পেয়েছিলাম। তারপর থেকেই ডিরেক্টররা আমাকে অফ ট্র্যাকের ক্যারেক্টারে ভাবতে শুরু করেন। এরপর আমি মোশাররফ করিমের সঙ্গে এ রকম বেশ কিছু নাটকে অভিনয় করেছি।’

বরাবরই নাটকের ছোটপর্দা থেকে সিনেমার বড়পর্দার প্রতিই বেশি আগ্রহ ছিল তার। ক্যারিয়ারের শুরুতে সুযোগ পেয়ে যান আকরাম খানের ‘ঘাসফুল’ ছবিতে। এরপর বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও নিয়মিত হননি বড়পর্দায়।

বড়পর্দায় ফেরা নিয়ে তিনি বলেন, ‘বড়পর্দার প্রতিষ্ঠিত নায়িকা হওয়ার ইচ্ছে থাকলেও নানা কারণে সেটি সম্ভব হয়নি। নাটকের ব্যস্ততায় সিনেমা নিয়ে এখন আর ভাবনা নেই। তবে ভালো প্রস্তাব পেলে ব্যাটে-বলে মিললে হয়তো ফেরা হবে সিনেমায়।’

সবশেষে সফলতার মূলমন্ত্র কী জানতে চাওয়া হলে তানিয়া বৃষ্টি বলেন, ‘হান্ড্রেড পারসেন্ট ফোকাস থাকতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে।’ সফল হতে হলে অবশ্যই নিজের কাজের প্রতি প্যাশনেট থাকাটা জরুরি বলে মনে করেন এই অভিনেত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close