বিনোদন প্রতিবেদক
‘দর্শকরা আবার হলমুখী হবেন’
অভিনেতা রওনক হাসান। নাটক, ওয়েব সিরিজ এবং চলচ্চিত্র সমানতালে কাজ করছেন। পাশাপাশি অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। কিন্তু দেশের চলমান সংকটে সবার মতো তিনিও শুটিং থেকে দূরে রয়েছেন। কষছেন শোবিজ এবং সহকর্মীদের লাভণ্ডক্ষতির হিসাব। চলমান সংকট নিয়ে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রওনক হাসান বলেন, ‘সবাই বেকার ঘরে বসে আছেন। আমাদের নাটকের পেমেন্ট হয় ডেইলি কাজের ভিত্তিতে। শুটিং করলে টাকা পাই, না করলে পাই না।’
এরই মধ্যে রওনক হাসান একাধিক সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমাগুলো সঠিক সময়ে পর্দায় আসার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমার ২-৩টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কিন্তু দেশের যে পরিস্থিতি তাতে কবে নাগাদ মুক্তি পাবে তা বলা যাচ্ছে না। কয়েক দিন বন্ধ থাকার সিনেপ্লেক্সগুলো খুলেছে। কিন্তু সেখানেও দর্শকখরা চলছে। এতে চলচ্চিত্র আরো পিছিয়ে পড়বে বলে মনে আমি করছি।’
এ প্রসঙ্গে রওনক হাসান বলেন, ‘মানুষ কীভাবে সিনেমা হলে আসবে। সবার ভেতরই তো শঙ্কা কাজ করছে। যেকোনো সময় যেকোনো দিক থেকে আমরা হামলার সম্মুখীন হতে পারি। যত দিন অবস্থা স্বাভাবিক না হবে, তত দিন দর্শক হলে আসবে না। তবে দর্শকরা আবার হলমুখী হবেন এই বিশ্বাস আমার আছে।’
"