বিনোদন প্রতিবেদক
ফেরা হলো না পপির
চিত্রনায়িকা পপি যে সময়টায় সিনেমায় দিনরাত শ্রম দিয়ে কাজ করতেন, সেই সময়টায় তার একটাই স্বপ্ন ছিল, আর তা হলো ‘পাবর্তী’ চরিত্রে অভিনয় করার। কারণ বাংলাদেশে ‘দেবদাস’ সিনেমাটি দুবার নির্মিত হয়েছে। নির্মাণ করেছিলেন প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম। ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ ও শাকিব খান। পাবর্তী চরিত্রে অভিনয় করেছিলেন কবরী ও অপু বিশ্বাস। পপির প্রবল ইচ্ছা ছিল ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করার। কিন্তু ‘দেবদাস’ সিনেমায়ই তার অভিনয় করার সুযোগ হয়ে ওঠেনি।
তবে আজ থেকে কয়েক বছর আগে পপির পার্বতী হওয়ার স্বপ্নপূরণে এগিয়ে আসেন নবীন পরিচালক আরিফুর জামান আরিফ। তিনি তার প্রথম চলচ্চিত্র ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে পপিকে পার্বতী চরিত্রে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন। পপি পার্বতী চরিত্রে অভিনয়ও করেছিলেন। বেশ কয়েকদিন তিনি এ চরিত্রে নিজেকে মনোনিবেশ রেখে পার্বতী চরিত্রে ক্যামেরার সামনে নিজেকে তুলেও ধরেছিলেন সত্যিকারের পার্বতীরূপে। নিজের মেধার সর্বোচ্চটুকু কাজে লাগিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষমেশ পপির কারণেই এ সিনেমার কাজ আর হয়ে ওঠেনি। নির্মাতা অনেক চেষ্টা করেও পপির সঙ্গে দেখা করার আর সুযোগ পাননি। থেমে যায় পপির পার্বতীরূপে দর্শকের সামনে আসার সুযোগ।
সেই সময় পপি বলেছিলেন, ‘পার্বতী আমার স্বপ্নের চরিত্র। এর আগে আমাদের দেশে দেবদাস’ চলচ্চিত্রে চাষী নজরুল ইসলাম স্যারের নির্দেশনায় প্রথম কবরী ম্যাডাম অভিনয় করেছিলেন। কবরী ম্যাডামের অভিনয়ে মুগ্ধ হয়েছিলাম। তখন থেকেই স্বপ্ন ছিল কোনো একদিন যদি পার্বতী চরিত্রে অভিনয়ের সুযোগ পাই, তাহলে নিজের সবটুকু উজাড় করেই অভিনয় করব। শেষতক সেই সুযোগ আমার জীবনে এলো, আমিও মন দিয়ে অভিনয় করেছি। জানি না, তা দর্শকের কতটুকু ভালো লাগবে।’
কিন্তু সিনেমাটিই আর শেষ হলো না, পপিরও পাবর্তীরূপে দর্শকের মনে ঠাঁই নেওয়া হলো না। ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’র কাহিনি সংলাপ লিখেছেন হাসিম আসকার মো. করিম দাদ। চিত্রনাট্য করেছিলেন পরিচালক নিজেই। উল্লেখ্য, এ চলচ্চিত্রে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস। এদিকে শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে পপি অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন আমিন খান ও ইমন।
"