বিনোদন ডেস্ক

  ০৩ আগস্ট, ২০২৪

রজনীকান্তের ‘জেলার’র সিক্যুয়াল আসছে

‘জেলার’ সিনেমার মধ্য দিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় এ সিনেমা। এবার জানা গেল সিনেমার সিক্যুয়ালের খবর। ব্লকবাস্টার ‘জেলার’-এ রজনীকান্তের পাশাপাশি নজর কেড়েছিলেন যোগী বাবু। যোগীই এবার ‘জেলার’র সিক্যুয়াল আসার খবর দিলেন।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘জেলার ২’-এ নেলসন আমার ভূমিকার জন্য সত্যিই বিশেষ কিছু লিখছেন। আমরা একসঙ্গে যে ধরনের কমেডি করি, তার চেয়েও এটি আকর্ষণীয় হবে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পরিচালক।

‘জেলার’ ছবিতে মূল নারী চরিত্রে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার ও জ্যাকি শ্রফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close