বিনোদন প্রতিবেদক
সানী-মৌসুমী দুজন দুজনার
১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চলচ্চিত্রের অন্যতম সফল জুটি এবং সুখী তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। দেখতে দেখতে আজ শনিবার তারা বিবাহিত সুখী জীবনের ২৯ বছরে পদার্পণ করছেন। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান মুজিব পরিচালিত ‘আত্ম অহংকার’ সিনেমায় ভালোবেসে গানে গানে ওমর সানী মৌসুমীর উদ্দেশে বলেছিলেন ‘আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা, আমি তোমার কাছে আসব, আর তোমাকেই ভালোবাসব’। গানের এ কথারই প্রমাণ দিয়েছিলেন ওমর সানী মৌসুমীকে ভালোবেসে বিয়ে করে। সুখে দুঃখে ভালোবেসে দুজন দুজনার হয়ে দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৮ বছর পার করেছেন তারা দুজন। ২৮ বছর পেরিয়ে আজ তারা ২৯ বছরে পা রাখছেন। ওমর সানী মৌসুমীর সুখের সংসার আলোকিত করে দুটি সন্তানও এসেছে। একজন ছেলে ফারদিন ও অন্যজন মেয়ে ফাইজা। ফারদিন বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন। সেখানে তিনি একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। এর আগে ফারদিন রাজধানীর উত্তরায় ও গুলশানে রেস্টুরেন্ট ব্যবসায় বেশ সফল ছিলেন। পাশাপাশি ফারদিন একজন নির্মাতা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন। ঢাকা থেকে অদূরেই সানী ‘চাপওয়ালা’ রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
নিজের জীবনে মৌসুমীর ভূমিকা এবং মৌসুমী প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘মৌসুমী আমার জীবনের আলো, আমার সুখে দুঃখে পথচলার সঙ্গী, এক কথায় মৌসুমীই আমার জীবনের সব। আমার জীবনে নানা সময়ে নানা বিষয় নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব থাকলেও মৌসুমী তার জীবনে সবসময়ই সব ব্যাপারে বেশ ভালোভাবে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছে, যা আমাকে অবাক করেছে, মুগ্ধ করেছে। সে নায়িকা হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, সমাজ সেবক হিসেবে একজন সফল মানুষ। মৌসুমী একজন সর্বোপরি সফল নায়িকা। আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমরা যেন সারাটি জীবন আমাদের দুই সন্তান, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সুখে-দুঃখে বাকিটা জীবন পার করতে পারি- এ দোয়াই চাই।’
মৌসুমী বলেন, ‘আমার জীবনে সানীর ভূমিকা কী এটা যদি অল্প কথায় বলতে হয়, তাহলে খুব অবিচার করা হয়ে যায়। তারপরও বলি, আমার সুন্দর এ জীবনের জন্য কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমার মা-বাবার কাছে, তারপরই সানীর কাছে। বিশেষ করে আমার বাবার মৃত্যুর পর সানী আমাদের পুরো পরিবারে যে ভূমিকা রেখে আসছে তার কোনো তুলনাই হয় না। আমাদের ভাই নেই, ভাইয়ের অভাবও পূরণ করেছে সানী। সংসার জীবনে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপর যে মধুর সময় আসে তা যেন জীবনের অন্যতম অংশ। আমৃত্যু আমরা যেন দুজন দুজনার হয়ে থাকতে পারি এ দোয়া চাই। আর আমাদের সুখে দুঃখে সবসময় যারা পাশে থেকেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা।’
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে মৌসুমী আমেরিকা গেছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জাহিদ হোসেনের ‘সোনার চর’। অন্যদিকে ওমর সানীকে সর্বশেষ মো. ইকবালের ‘ডেডবডি’ সিনেমায় দেখা গিয়েছিল। ওমর সানী মৌসুমীর প্রথম সিনেমা ছিল ‘দোলা’, পরিচালনা করেছিলেন দীলিপ সোম। প্রথম সিনেমায়ই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এ জুটি।
"