বিনোদন প্রতিবেদক

  ০২ আগস্ট, ২০২৪

ইমন-স্বপ্নীলের কণ্ঠে রবীন্দ্রসংগীত

রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন সৃষ্টিকে নতুন করে প্রাণ দিলেন বিশিষ্ট সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও স্বপ্নীল সজীব। এ প্রজেক্টের সংগীত পরিচালনা করেছেন নীলাঞ্জন ঘোষ। বহুল শ্রোতাপ্রিয় গানটির শিরোনাম ‘তুমি রবে নীরবে’।

নীলাঞ্জন ঘোষের অনন্য সংগীত আয়োজন গানটিকে একটি আবেগময় সিম্ফনিতে রূপান্তরিত করা হয়েছে বলে জানান তিনি। যেখানে ইমন ও স্বপ্নীলের মধুর কণ্ঠ রবীন্দ্রনাথের গভীর কবিতার সঙ্গে মিলিত হয়েছে।

গানটি নিয়ে ইমন চক্রবর্তী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমার সংগীত জীবনের মূল স্তম্ভ। তার গানের কথা আমাকে শক্তি, অনুপ্রেরণা ও ধারাবাহিকতা দেয়। ‘তুমি রবে নীরবে’ আমার জন্য আরো বিশেষ কারণ, এটি আমার প্রিয় বন্ধু ও বরেণ্য বাংলাদেশি গায়ক স্বপ্নীল সজীবের সঙ্গে পুনর্মিলন। আমাদের আগের গান ‘তুমি কোন কাননের ফুল’ ভীষণ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল, আর এখন আমরা আবার আমাদের শ্রোতাদের মুগ্ধ করতে আসছি এই রবীন্দ্র মহাপ্রয়াণ দিবসে।

স্বপ্নীল সজীব বলেন, বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর আমরা তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাই। এ বছর, আমি আমার প্রিয় বন্ধু ও অনুপ্রেরণা ইমন চক্রবর্তীর সঙ্গে তার প্রতি শ্রদ্ধা জানাতে আসছি। আমরা অনেক দিন ধরে বিভিন্ন কাজ পরিকল্পনা করছিলাম, আর অবশেষে আমাদের স্বপ্ন পূর্ণ হলো। আমি বিশ্বাস করি, আমাদের এই গান দুনিয়াজুড়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। নীলাঞ্জন ঘোষকে ধন্যবাদ তার সুন্দর সংগীতের জন্য, আর ইমন চক্রবর্তী প্রোডাকশনস ও জেএমআর মিউজিক স্টুডিওকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।

জানা যায়, আগামী ৬ আগস্ট ইমন ও স্বপ্নীলের গাওয়া এই রবীন্দ্রসংগীতটি প্রকাশিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close