বিনোদন ডেস্ক

  ০২ আগস্ট, ২০২৪

অস্কারের প্রস্তাব ফেরালেন জিমি কিমেল

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার। এ পুরস্কার পাওয়া তো বটে, স্বচক্ষে আয়োজনটি দেখার জন্যও মুখিয়ে থাকেন অনেক তারকা। আর এ অস্কার উপস্থাপনার প্রস্তাবই কি না ফিরিয়ে দিলেন জিমি কিমেল! এর আগে অবশ্য চারবার (২০১৭, ২০১৮, ২০২৩ ও সর্বশেষ ২০২৪) অস্কার উপস্থাপনা করেছেন তিনি। ২০২৫ সালের অস্কার অনুষ্ঠান সঞ্চালনার জন্য উপস্থাপক খুঁজছে দ্য অ্যাকাডেমি।

প্রস্তাবটা প্রথমেই দেওয়া হয় জিমিকে। কিন্তু তিনি ‘না’ বলে দিয়েছেন। চারবারের উপস্থাপক নিজেও হয়তো চাইছেন নতুন কাউকে। জিমি ছাড়াও প্রস্তাব দেওয়া হয় কমেডিয়ান জন মুলানিকে। তিনিও রাজি হননি। অন্যান্য কাজের জন্য শিডিউল মেলাতে পারছেন না তিনি। তাহলে ৯৭তম অস্কারকে সঞ্চালনা করবেন? সেই উত্তর আপাতত অধরাই থাকছে।

২০২২ সালে উইল স্মিথের সেই চড়কাণ্ডের পর ২০২৩ সালে ক্রিস রকের জায়গায় দায়িত্ব পালন করেন কিমেল। সে বছর অস্কার শোটি প্রায় ১৮ দশমিক ৭ মিলিয়ন দর্শকদের কাছে তুমুল দর্শকপ্রিয়তা পায়, যা ২০২০ সালের কোভিড মহামারির পর থেকে সবচেয়ে বেশি দর্শকপ্রিয় বলা যায়। এর পরেরবারও কিমেলের ওপরেই আস্থা রাখেন অস্কার কর্তৃপক্ষ। এর আগে ২০১৭ এবং ২০১৮ সালেও অস্কার সঞ্চালনা করেন জিমি কিমেল।

এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক অস্কার সঞ্চালনার রেকর্ডে শীর্ষে আছেন বব হোপ, যিনি একা বা সহ-সঞ্চালক হিসেবে ১৯-বার অস্কারের মঞ্চ সামলেছিলেন। তারপরই রয়েছেন বিলি ক্রিস্টাল যিনি ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত ৯ বার অস্কার সঞ্চালনা করেছেন। জনি কার্সন করেছেন সঞ্চালনা করেছেন পাঁচবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close