বিনোদন প্রতিবেদক
‘চিৎকার করে কাঁদা ছাড়া তো কিছু করারও নেই’
জীবনমুখী গানের গায়ক হায়দার হোসেন। গানে গানে খুঁজেছেন স্বাধীনতাকে। বিচ্ছেদের যন্ত্রণায় তার গান কণ্ঠে তুলে নিয়েছেন স্বাজনহারারা। তবে একসময় গিটারের ঝঙ্কারে কণ্ঠে সুর তুললেও এখন আর গিটার বাজাতে পারেন না গায়ক। কেননা তার এক হাত হাফ প্যারালাইজড।
সংবাদমাধ্যমকে হায়দার হোসেন বলেন, ‘এখন আর গিটার বাজাতে পারি না। আমার একটা হাত হাফ প্যারালাইজড হয়ে গেছে। নতুন গানও বাঁধা হয় না। কেন বাঁধব? কোথায় দেব গান? আমাদের গান তো প্রচার হয় না। গান করে বসে বসে শুনতে হবে নিজেকেই। আমার কাজ গান করা, মার্কেটিং নয়। তবু ইচ্ছা আছে, যদি আল্লাহ সুস্থ করেন, গান করব।’
এদিকে চলমান পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ঘুরছে হায়দার হোসেনের ‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া’ গানটি। বিষয়টি নিয়ে এ গায়ক বলেন, ‘চিৎকার করে কাঁদা ছাড়া তো কিছু করারও নেই। গানটা নতুন করে প্রচুর মানুষ শুনছে, কারণ এ ছাড়া গতি নেই। আমরা তো বন্দুক নিয়ে রাস্তায় নামতে পারব না। এটা তো স্বাধীনতার যুদ্ধ না। আমি আমার পুলিশ ভাইকে কিংবা ছাত্র ভাইকে গুলি করে মারব, এটা কি সম্ভব?’
চার দশকের বেশি সময় গানের সঙ্গে আছেন হায়দার হোসেন। তার অসংখ্য গান পেয়েছে জনপ্রিয়তা। সেসব গান গভীরভাবে ভাবিয়ে তোলে শ্রোতাদের।
"