বিনোদন প্রতিবেদক
এবার সিনেমার অপেক্ষায় অলংকার
অভিনয়ে নিজেকে যতটা ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করা যায়, সেই চেষ্টাটাই করছেন অলংকার চৌধুরী। একের পর এক ভালো গল্পের নাটকে অভিনয় করছেন তিনি। তবে এবারই পরিণত বয়সে এসে অলংকার চৌধুরী প্রথম সিনেমায় অভিনয় করলেন। সরকারি অনুদানে নির্মিত ‘মুক্তির ছোট গল্প’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। যার গল্প লিখেছেন মিজানুর রহমান রুবেল। নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এরই মধ্যে সিনেমার কাজ শেষ করেছেন অলংকার। ডাবিংয়ের কাজও গতকাল শেষ করেছেন- এমনটাই জানালেন অলংকার।
প্রথমবার এমন একটি সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। কিন্তু সত্যিকার অর্থেই কী দেশ পুরোপুরি স্বাধীন হয়েছে? যুদ্ধ কিন্তু এখনো চলছে। ২০২০ সালে আমরা করোনার মতো মহামারির সঙ্গে যুদ্ধ করেছি। আমাদের জীবনে স্বাভাবিকতা কিন্তু এখনো ফিরে আসেনি। আবার তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ প্রতিনিয়ত মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। তো এই সিনেমায় আমি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছি। সিনেমাটির একজন হিসেবে আমি খুব আশাবাদী।’
অলংকার এখন এই সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন। তিনি জানান, শিগগিরই সিনেমাটি সেন্সরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে গতকাল বিটিভির ধারাবাহিক নাটক হিমেল ইসহাক পরিচালিত ‘জোড়া শালিক’ ধারাবাহিকের শুটিং করছিলেন। মিলন ও পূজার গান ‘কী করে বুঝাই’র গানের মডেল হিসেবেও অলংকার বেশ সাড়া ফেলেছেন। এরই মধ্যে প্রচারিত হয়েছে এনটিভিতে অলংকার অভিনীত রানা বর্তমান পরিচালিত ‘আপন বাঁকে’।
"