বিনোদন ডেস্ক
২০ নভেম্বর, ২০২৩
‘মিস ইউনিভার্স ২০২৩’-এর মুকুট শেনিসের মাথায়

সব জল্পনার অবসান ঘটিয়ে ‘মিস ইউনিভার্স-২০২৩’-এর মুকুট উঠল নিকারাগুয়ার তরুণী শেনিস পালাসিওর মাথায়। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের রাজধানী সান সালভাদরে অনুষ্ঠিত হয়েছে এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) প্রতিযোগিতার ফাইনালে পালাসিওকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম নিকারাগুয়ান নারী হিসেবে এই তরুণী মিস ইউনিভার্স জিতেছেন। তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন। আর প্রথম রানারআপ হন থাইল্যান্ডের অ্যান্তোনিয়া পোরসিল্ড। এবার ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৮৪টি দেশ এবং অঞ্চলের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন