বিনোদন প্রতিবেদক

  ২০ নভেম্বর, ২০২৩

‘দরদ’র শুটিং শেষেই শাকিবের নতুন সিনেমার ঘোষণা

দেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ভারতে শুটিং শেষ হয়েছে, এ খবর এখন অনেকটা পুরোনো। নতুন খবর হচ্ছে, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মাতা অনন্য মামুন নতুন সিনেমার পরিকল্পনার কথা জানালেন নিজেই।

শনিবার (১৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্মাতা অনন্য মামুন পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘এপ্রিলের ডেট কনফার্ম। সিনেমা যদি মুম্বাইয়ের প্রোডাকশন হাউসের, আর বাজেট যদি ৪০ কোটি রুপি হয়! শাকিব ভাই আপনারে দিয়ে সব সম্ভব... গল্প লেখার কাজ শুরু।’ অনন্য মামুনের কথায় বোঝা যাচ্ছে শাকিবকে নিয়ে তিনি নতুন মিশনে নামছেন।

গত ২৭ অক্টোবর ভারতের বারাণসীতে শুটিং করেছে ‘দরদ’ টিম। টানা কাজ করে সেটির ইতি ঘটল বৃহস্পতিবার (১৬ নভেম্বর)। শুটিংয়ের মধ্যে সিনেমার নায়ক-নায়িকাসহ অনেকে অসুস্থ হলেও, মনোবল হারাননি বরং কাজ চালিয়ে গেছেন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে। ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। এতে আরো অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, রাহুল দেব, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close