বিনোদন ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৩
ইয়ামির নতুন অধ্যায়
‘ও মাই গড’ সিনেমাটি বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে না পারলেও ইয়ামি গৌতমের অভিনয় দারুণ প্রশংসিত হয় দর্শক-সমালোচকদের কাছে। এবার এই অভিনেত্রী নিজের নতুন ছবির কাজ শেষ বেশ আলোচনা তৈরি করেছেন।
সম্প্রতি তিনি জানান, ক্যারিয়ারের সেরা একটি সিনেমাটি শুটিং শেষ করেছেন তিনি। যদিও সিনেমাটির নাম এখনো প্রকাশ করেননি ইয়ামি। তবে শিগগিরই একাধিক চমক নিয়ে হাজির হবেন বলে জানান এই অভিনেত্রী।
তিনি আরো জানান, সিনেমাটি তার ক্যারিয়ারে নতুন অধ্যায় যুক্ত করবে। সম্প্রতি নিজের ইনস্টগ্রামে সিনেমাটির নির্মাতাণ্ডকলাকুশলী এবং সিনেমাটির শুটিং স্পট কাশ্মীরের মানুষদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইয়ামি লেখেন, ‘আমার ক্যারিয়ারে অন্যতম সেরা একটি সিনেমার কাজ শেষ করলাম। নির্মাতা, প্রযোজক, কলাকুশলীকে অনেক অনেক ধন্যবাদ।’
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন