বিনোদন প্রতিবেদক

  ১৯ নভেম্বর, ২০২৩

সিনেমাতেই সময় বেশি দিতে চান

নাটকের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজ করেছেন কয়েকটি সিনেমাতেও। তবে এবার তার মাথায় ইদানীং সিনেমার ভাবনাই বেশি ঘুরছে। তাই সিদ্ধান্ত নিয়েছেন আপাতত সিনেমা নিয়েই থাকবেন তিনি। অভিনেত্রী নিজেই বলেছেন, ‘গল্প ভালো লাগলে ওয়েব ফিল্ম বা সিরিজেও অভিনয় করব। কিন্তু সিনেমাতেই সময় বেশি দিতে চাই।’

এরই মধ্যে তার অভিনীত শুদ্ধমান চৈতন পরিচালিত ‘দামপাড়া’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বাবা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং শেষ করেছেন। রায়হান খান পরিচালিত ‘পায়েল’ নামে একটি সিনেমায় নামণ্ডভূমিকায় অভিনয় করছেন। নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে এ তিনটি সিনেমা মুক্তি পাবে। এ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘আমার বিশ্বাস নতুন বছর হবে আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সময়। এই বছরটিকে ঘিরে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। দেখা যাক কী আছে ভাগ্যে।’ এদিকে অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করেন ভাবনা। আগামী বইমেলায় তার নতুন একটি উপন্যাস প্রকাশ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close