বিনোদন প্রতিবেদক

  ১৮ নভেম্বর, ২০২৩

সংবাদ সম্মেলন করবেন তানজিন তিশা!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুকে ব্যথা নিয়ে গত বুধবার মধ্য রাতে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

এরপরই বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ছোটপর্দার আরেক অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিশা। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে দুজনের মাঝে ঝামেলা চলছিল। এরই জের ধরে বুধবার রাতে তিশা রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেই এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। যেখানে পরোক্ষভাবেই মুশফিক আর ফারহানকে হুমকি দিয়ে রাখলেন তিনি।

আত্মহত্যার বিষয়ে ইঙ্গিত দিয়ে তিশা তার স্ট্যাটাসে সরাসরি জানান, আমার বাবা গত দুই বছর আগে মারা যান। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে, এ ধরনের পদক্ষেপ আমি এ রকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবন দেব না।

মুশফিক আর ফারহানের নাম না নিলেও ‘এ রকম কোনো মানুষ’ উল্লেখ করে পরোক্ষভাবে এই অভিনেতার কথাই বুঝিয়েছেন তিশা। কারণ ফারহানের সঙ্গে নাম জড়িয়েই তার আত্মহত্যার চেষ্টার খবর ছড়ায়।

এখানেই থামেননি তানজিন তিশা। সরাসরি জানিয়েছে- যারা আমার ক্ষতি করেছেন অথবা ক্ষতি করার চেষ্টা করছেন, তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে অতি শিগগির সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করব আমি।

এরপরই অভিনেতা মুশফিক আর ফারহানের নামজুড়ে দিয়েছেন স্ট্যাটাসের শেষে। যেন তাকেই এ বার্তাটি দিতে চেয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close