বিনোদন ডেস্ক
‘টাইগার থ্রি’র অবাক করা আয়

বলিউড সুপারস্টার সালমান খানের টাইগার ফ্রাঞ্চাইজির সিনেমা দিন দিন ‘টাইগার থ্রি’ সাফল্যের দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই সিনেমাটির আয় অবাক করে দিয়েছে ভক্তদের। বিশ্ব বক্স অফিসের হিসাবে তিন দিনেই সিনেমাটির আয় ২০০ কোটির ওপরে ছাড়িয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস জানিয়েছে, তিন দিনে বিশ্ব বক্স অফিসে ২৪০ কোটি টাকার গ্রস কালেকশন করল ‘টাইগার থ্রি’।
ইতিামধ্যে এটি সালমান খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনারের খেতাব জিতে নিয়েছে। তবে প্রতিবেদনে আরো বলা হয়েছে, এর আগে প্রথম তিন দিনে যশরাজ স্পাই ইউনিভার্সের অন্য সিনেমা পাঠান বিশ্বব্যাপী ৩১৩ কোটি টাকা আয় করেছিল। এখনো পর্যন্ত ৭৩ কোটির ব্যাবধানে সালমানের চেয়ে এগিয়ে থাকলেন শাহরুখ।
স্পাই অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘টাইগার ৩’ পরিচালনা করেছেন মনীশ শর্মা। সিনেমায় সালমান এবং ক্যাটরিনা কাইফ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ভিলেনের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
"