বিনোদন প্রতিবেদক

  ১৭ নভেম্বর, ২০২৩

তানজিন তিশা হাসপাতালে

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

আহসান হাবিব নাসিম বলেন, ‘বুধবার মধ্যরাতে বুকে ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়েন তানজিন তিশা। তার বোন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অনেক ভিড় থাকায় পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। তিশা এখন সেখানেই চিকিৎসাধীন।’ নাটকপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ছোটপর্দার অভিনেতা শফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিশা। কিছুদিন ধরে সেই সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল। এরই জেরে বুধবার রাতে তিশা রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এ বিষয়ে অবশ্য তানজিন তিশার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন- এমন প্রশ্নে নাসিম বলেন, ‘বিষয়টি নিশ্চিত নয়। আমি মনে করি এ মুহূর্তে এ বিষয়ে কথা না বলাই ভালো। বরং আমরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। বিষয়টি জানানোর প্রয়োজন হলে তারাই জানাবেন।’

গত ২৮ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিশা। একটি ডাম্প ট্রাক তার গাড়িকে ধাক্কা দেয়। এতে বড় কোনো বিপদ না ঘটলেও আহত হন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close