বিনোদন প্রতিবেদক

  ১৭ নভেম্বর, ২০২৩

শুভ জন্মদিন

বিশ্ব সংগীতাঙ্গনের গর্ব...

আজ বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি, সুরকার ও বিশ্ব সংগীতাঙ্গনের গর্ব রুনা লায়লার জন্মদিন। ৭০ পেরিয়ে ৭১-এ পা রাখছেন তিনি। গেল বছর জন্মদিনে অর্থাৎ তার ৭০তম জন্মদিনে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে তার জন্মোৎসবের আয়োজন করা হয়েছিল। তবে এবার জন্মদিনে বিশেষ কোনো আয়োজন না থাকলেও পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করবেন তিনি। তবে এবারের জন্মদিনের আগেই একটি বিশেষ কারণে অগ্রিম জন্মদিন উদযাপন করা হয় গেল ১০ নভেম্বর রাজধানীর গুলশানে বেঙ্গল ব্লু-বেরি রেস্তোরাঁয়। সেখানে এই প্রজন্মের গায়ক-গায়িকা, অভিনেতা, উপস্থাপকসহ অনেকে উপস্থিত ছিলেন।

রুনা লায়লার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই তারকা কথনের বিশেষ পর্ব ‘আজ রুনা লায়লার জন্মদিন’ প্রচার করবে বিকেল ৪.২০ মিনিটে। অনন্যা রুমার প্রযোজনায় নানা আঙ্গিকে সাজানো হয়েছে রুনা লায়লার জন্মদিন উপলক্ষে বিশেষ এই পর্বটি। জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘জন্মদিন এলে বেশ ভালো লাগে। সবাই বিশেষ এই দিনটিতে আমাকে মনে করেন। বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানাজন নানা কথা লেখেন খুব গুছিয়ে। সেসব কথা আমি মন দিয়ে পড়ি। নিজের সম্পর্কে অবগত হই আমি। এখনো অনেকে নতুন নতুন গানের জন্য অনুরোধ করেন। এটাও ভালো লাগার। শিল্পী হিসেবে নতুন গান তো আমি করতেই চাই। এখন তো আসলে আগের মতো সব সময় নতুন নতুন গান করা সম্ভব হয় না। তবে আমি ভালো গীতিকবিতা যেমন পছন্দ করি, সুরটাও আমার ভালো লাগতে হবে। যদি দুটো বিষয় ব্যাটে-বলে মিলে যায় তাহলে অবশ্যই গাইব। যেমন গত বছরের শেষ প্রান্তে কিন্তু আমি নতুন একটি দেশাত্মবোধক গান গেয়েছি। জন্মদিন এলে আব্বা-আম্মার কথা খুব মনে পড়ে। মনে পড়ে আমার বোন দীনা লায়লার কথা। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।’

রুনা লায়লার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিল গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও শফিক তুহিনের সুর করা ‘যদি প্রশ্ন করো কতটা ভালোবাসি তোমাকে, ও আমার দেশ জবাব দেব, ততটাই ভালোবাসি, যতটা ভালোবাসি আমার মাকে’। গানটির সংগীতায়োজন করেছিলেন ফোয়াদ নাসের বাবু।

রুনা লায়লা জানান, এরই মধ্যে তিনি নতুন বেশ কিছু গানেরও সুর করেছেন। আগামী বছর এই প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার সুর করা এই গানগুলো তুলে দিতে চান। রুনা লায়লা প্রথম সুর করেন আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায়। তার সুর করা গানে কণ্ঠ দিয়েছিলেন আঁখি আলমগীর। এই সিনেমায় সুর করে এবং গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন রুনা লায়লা ও আঁখি আলমগীর। ‘গল্প কথার ওই কল্পলোকে জানি’ শিরোনামের এই গানটি লিখেছিলেন দেশবরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close