বিনোদন প্রতিবেদক

  ১৬ নভেম্বর, ২০২৩

মুগ্ধতা ছড়ালেন তারা...

গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত থেকে আজীবন সম্মাননা গ্রহণ করেন অভিনেত্রী, পরিচালক রোজিনা। তবে ‘ওরা ১১ জন’খ্যাত অভিনেতা খসরু অনুষ্ঠানে আজীবন সম্মাননা গ্রহণ করতে আসেননি।

এই আয়োজনের সাংস্কৃতিক পর্ব উপস্থাপনায় ছিলেন নায়ক-নায়িকা ফেরদৌস ও পূর্ণিমা। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সংগীত পরিবেশন করেন কনা-ইমরান (দিয়েছি তোকে দিল দিল দিল), সাব্বির লিজা (তুমি যে আমার কবিতা), বালাম কোনাল (ও প্রিয়তমা) ও ঐশী (মায়ারে মায়ারে, দুষ্টু পোলাপাইন)।

এ ছাড়া অনুষ্ঠানে গানে গানে পারফর্ম করেন সাবা-নূর, নূসরাত ফারিয়া (একক পরিবেশনা), সাইমন-দীঘি, অপু বিশ্বাস-তমা মির্জা, জায়েদ খান-আঁচল ও সাদিয়া ইসলাম মৌ। পুরো সাংস্কৃতিক পর্বই প্রধানমন্ত্রী আন্তরিকতা নিয়ে উপভোগ করেন। অনুষ্ঠানে মীর সাব্বির ও তারিন জাহানের অভিনয়ে সবচেয়ে বেশি মুগ্ধ হন প্রধানমন্ত্রী। পারফরম্যান্সের শেষপর্যায়ে তারা দুজন প্রধানমন্ত্রীর কাছে চলে যান। তখন হলভর্তি দর্শকের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে পারফর্ম করা প্রসঙ্গে লিজা-সাব্বির বলেন, ‘এর আগেও আমরা বেশ কয়েকবার একসঙ্গে এই একই মঞ্চে পারফর্ম করেছি। সত্যিই এটা পরম সৌভাগ্য যে প্রধানমন্ত্রীর সামনে গান গাইতে পারা। প্রধানমন্ত্রী আমাদের গানটি উপভোগ করেছেন।’

ফেরদৌস-পূর্ণিমা বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করাটা সত্যিই সম্মানের এবং গর্বের। আমরা দুজন এর আগেও একই অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। আমরা সব সময়ই এই অনুষ্ঠানে আমাদের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। তবে বিগত দিনের চেয়ে এবারের সাংস্কৃতি পর্ব যেমন এক কথায় দারুণ ছিল। আমরা দুজনও আন্তরিকতা নিয়ে উপস্থাপনা করেছি। প্রধানমন্ত্রীও আমাদের উপস্থাপনা বেশ উপভোগ করেছেন।’

কনা-ইমরান বলেন, ‘সারা বছরই তো আসলে স্টেজ শোতে পারফর্ম করি। কিন্তু এটা সত্যি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করাটা শিল্পী হিসেবে যেন এটাও এক ধরনের প্রাপ্তি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close