বিনোদন প্রতিবেদক

  ২২ সেপ্টেম্বর, ২০২৩

জমে উঠেছে ‘পুতুল ঘরে আত্মকথন’, আসছে ‘বৃষ্টি পড়ে’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী পুতুলের উপস্থাপনায় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আত্মকথনমূলক অনুষ্ঠান ‘পুতুল ঘরে আত্মকথন’ এরই মধ্যে জমে উঠেছে। বেশ কিছুদিন আগে পুতুলের আহ্বানে তারই উপস্থাপনায় শুরু হওয়া এই অনুষ্ঠানে অনেকেই অংশগ্রহণ করেছেন। সেসব অনুষ্ঠান দর্শক বেশ ভালো লাগা নিয়ে উপভোগ করেছেন।

পুতুল জানান, তার ‘পুতুল ঘরে আত্মকথন’ নিয়মিত চালিয়ে যাবেন। পুতুল ঘরে আত্মকথন অনুষ্ঠানে বুলবুল টুম্পা, লুৎফর হাসান, নওরীন, প্রসূন আজাদ, ডিজে সনিকা, সানজিদা প্রীতি, আরজে নীরবসহ অনেকেই অতিথি হয়ে এসেছিলেন। পুতুল জানান, এরই মধ্যে প্রায় ২৫ পর্ব প্রচার শেষ হয়েছে। এদিকে আগামী কিছুদিনের মধ্যে পুতুলের কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন একক মৌলিক গান ‘বৃষ্টি পড়ে’। গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন শোয়েব শিবলী।

পুতুল বলেন, ‘পুতুল ঘরে আত্মকথন একেবারেই আমার নিজের ভালো লাগার একটি অনুষ্ঠান। যেহেতু আমিই অনুষ্ঠানের পরিকল্পনাকারী এবং আমিই এর উপস্থাপক, তাই আমার নিজের ভালো লাগার নানা কারণও রয়েছে। অনুষ্ঠানটি যদিও আপাতত ছোট পরিসরেই আয়োজিত হয়ে আসছে। তবে প্রবল ইচ্ছে আছে একে বড় পরিসরে নিয়ে যাওয়ার। বাকিটা আল্লাহ ভরসা। আর বৃষ্টি পড়ে গানটির কথা ও সুর আমার কাছে খুবই ভালো লেগেছে। গানটি আমি নিজেই এখন গুনগুন করে গাই। আগামী কয়েক দিনের মধ্যে বড় আয়োজনের মধ্য দিয়েই গানটির মিউজিক ভিডিও সম্পন্ন করার পর তা ইউটিউবে প্রকাশ পাবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close