বিনোদন প্রতিবেদক
কথা রেখেছেন মাহফুজ
একের পর এক নতুন কাজে যুক্ত হচ্ছেন মাহফুজ আহমেদ। প্রায় চার বছরের বিরতি পেরিয়ে গত বছর তিনি সিনেমা দিয়ে শুটিংয়ে ফেরেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত জুনে। বুবলীকে সঙ্গে নিয়ে প্রহেলিকায় ভালোই চমক দেখিয়েছেন মাহফুজ। বড়পর্দায় প্রশংসিত হয়েছে তাদের অভিনয়। মাহফুজ জানিয়েছিলেন, পছন্দের গল্প-চিত্রনাট্য পেলে নিয়মিত না হলেও মাঝে মাঝে ক্যামেরার সামনে হাজির হবেন তিনি।
মাহফুজ কথা রেখেছেন। প্রহেলিকার পর অভিনয় করেছেন ‘অদৃশ্য’ ওয়েব সিরিজে। শাফায়েত মনসুর রানা পরিচালিত সিরিজটি মুক্তি পাবে হইচইয়ে। তার আগেই এলো নতুন কাজের ঘোষণা। এরই মধ্যে নির্মাতা চয়নিকা চৌধুরী জানালেন, তার পরিচালনায় ‘চন্দ্রস্নানে এসো’ নামের ওয়েব সিনেমায় অভিনয় করবেন মাহফুজ। এতে তার নায়িকা হবেন পরীমনি। চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজ ও পরীমনি এ সিনেমার প্রাণ। তাদের ছাড়া এই গল্প বানানো সম্ভব হবে না। আরো একজন নায়ক থাকবেন, নামটা এখন বলতে চাচ্ছি না। চমক হিসেবে থাকুক। এমন গল্প বাংলাদেশের দর্শক আগে দেখেনি, এটুকু বলতে পারি। দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার ধারণা।’
নির্মাতা চয়নিকা জানিয়েছেন, মাহফুজ ও পরীমনির সঙ্গে এ সিনেমায় অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে। তারা দুজনেই গল্প পছন্দ করেছেন। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। তারপরই শুটিং শিডিউল ঠিক করবেন নির্মাতা। চন্দ্রস্নানে এসো ওয়েব ফিল্মের চিত্রনাট্য লিখছেন রায়হান খান।
এর আগে ২০২১ সালের নভেম্বরে ‘অন্তরালে’ নামের একটি ওয়েব সিনেমায় মাহফুজের অভিনয়ের ঘোষণা এসেছিল। চয়নিকা চৌধুরীর পরিচালনায় তাতে নায়িকা হওয়ার কথা ছিল পরীমনির। সেই গল্প নিয়ে ‘প্রহেলিকা’ নামে সিনেমা বানান চয়নিকা।
"