বিনোদন প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০২৩

‘মাটির রাজকুমার’কে ঘিরে তুষ্টির ব্যস্ততা

বহু টিভি নাটকে ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। মঞ্চ নাটকেও অভিনয় করছেন নিয়মিত। সর্বশেষ সরকারি অনুদানের তালিকায় অনেকের সঙ্গে তার নামও আছে। একজন প্রযোজক হিসেবে তিনিও পেয়েছেন সরকারি অনুদান, সিনেমা নির্মাণের জন্য। তিনি দর্শকপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টি। তার প্রযোজনায় সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে ‘মাটির রাজকুমার’ নামের সিনেমা। শামীমা তুষ্টি জানান, এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। প্রি-প্রোডাকশনের কাজ শেষ হলেই শুরু হবে শিল্পী নির্বাচনের কাজ।

শামীমা তুষ্টি বলেন, ‘রাষ্ট্রের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে সরকারি অনুদান দিয়ে একটি সিনেমা নির্মাণের সুযোগ করে দেওয়ার জন্য। সরকারি অনুদানে আমারই প্রযোজনায় সিনেমাটি নির্মিত হবে। এখন প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে আমি ভীষণ ব্যস্ত। গল্পের কাজও শেষ। এর পরপরই মূলত শুরু করব শিল্পী নির্বাচনের কাজ। যেহেতু এটি মূলত শিশুতোষ চলচ্চিত্র, তাই বেশির ভাগই শিল্পীই হবে শিশুশিল্পী। আর মাটির রাজকুমার-নাম ভূমিকায় যার অভিনয় করার কথা সে বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একটা অনুমতির ব্যাপার আছে। তাই আপাতত আমাকে কিছুদিন অপেক্ষাও করতে হচ্ছে। আশা করছি সবকিছু মিলিয়ে মাটির রাজকুমার হবে দর্শকের ভালো লাগার মতো একটি সিনেমা। আমরা সবার সহযোগিতা নিয়ে অর্থাৎ যেসব ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন- সেই সহযোগিতা নিয়েই সিনেমাটি ভালোভাবে নির্মাণ করতে চাই। আমার পুরো টিম সিনেমা নির্মাণের জন্য কর্মক্ষেত্রে নামতে মানসিকভাবে প্রস্তুত। এখন শুধু আগামী ডিসেম্বরের অপেক্ষায়।’ তুষ্টি আরো জানান, তার সিনেমার গল্প রচনা করেছেন সিনেমাটি যিনি নির্মাণ করবেন তিনি, অর্থাৎ রুবেল শঙ্কর। রুবেল শঙ্করের প্রতি তুষ্টির অগাধ বিশ্বাস। তুষ্টি বিশ্বাস করেন রুবেল পূর্ণ মনোযোগ দিয়ে সিনেমাটি যথাযথভাবে নির্মাণ করবেন। নাটকের পাশাপাশি তুষ্টিকে বেশ কিছু ভালো ভালো সিনেমায় অভিনয়ে দেখা গেছে। যেমন ‘গোর’, ‘স্বপ্নডানায়’, ‘নন্দিত নরকে’, ‘লাল সবুজ’ ইত্যাদি। বর্তমানে তার অভিনীত সকাল আহমেদ পরিচালিত ‘পিতা বনাম পুত্র গং’, কায়সার আহমেদ’র ‘বকুলপুর’, সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। এদিকে তুষ্টি আরো নতুন দুটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। একটি গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিন’ ও অন্যটি ‘আল হাজেন’র ‘দাদাজান (নাম পরিবর্তন হতে পারে)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close