বিনোদন প্রতিবেদক
প্রথমবার বোনের সঙ্গে গাইলেন সাব্বির
নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির জামান। তার ছোট বোনের নাম স্নিগ্ধা জামান। শৈশব-কৈশোরে তারা একসঙ্গে গান গাইলেও আনুষ্ঠানিকভাবে কোনো মঞ্চে বা স্টেজে সংগীত পরিবেশন করেনি। তবে এবার সাব্বির-স্নিগ্ধা একসঙ্গে স্টেজে গান গাইলেন।
এ প্রসঙ্গে সাব্বির জামান সংবাদমাধ্যমকে বলেন, জীবনে প্রথমবারের মতো আমরা দুই ভাইবোন একসঙ্গে বাইরের কোনো অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেছি- এ অনুভূতি সত্যিই ভীষণ আনন্দের।
সাব্বির আরো বলেন, আমি ও আমার বোন দুজনে ছোটবেলা থেকেই গান গাইলেও কখনো একসঙ্গে স্টেজে গান করিনি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) একটি সংগীত সন্ধ্যায় একই স্টেজে আমরা প্রথমবারের মতো একসঙ্গে প্রায় দুই ঘণ্টা গান করলাম। আমি মনে করি স্নিগ্ধা আমার চাইতে অনেক ভালো গান করে। কিন্তু ওকে আমরা বাসার মানুষজন কখনোই গান নিয়ে সামনে আনতে পারিনি। কারণ সে গাইতে চায় না। বলতে গেলে এক প্রকার জোর করেই তাকে এই অনুষ্ঠানটি করানো। স্নিগ্ধা আজ অসাধারণ গেয়েছে। অনুষ্ঠানটি স্নিগ্ধার প্রথম একক এত বড় একটি অনুষ্ঠান, যদিও কো-আর্টিস্ট হিসেবে সঙ্গে আমি ছিলাম।
"