বিনোদন ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৩
রাজকীয় আয়োজনে পরিণীতির বিয়ে

আগামী ২৪ সেপ্টেম্বর উদয়পুরের তাজ লেক প্যালেসে সাত পাকে বাঁধা পড়বেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার পাত্র দীর্ঘদিনের প্রেমিক রাজনীতিবিদ রাঘব চাড্ডা। তাদের শপিংও এখনো শেষ হয়নি। চলবে আরো কয়েক দিন। পরিণীতি নিজের বিয়ের পোশাকের বিষয়টিও গোপন রেখেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরিণীতি-রাঘবের বিয়ের নিমন্ত্রণপত্র। খবর অনুযায়ী, পরিণীতি ও রাঘবের বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২৩ তারিখ সকাল ১০টা থেকেই। গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে রাঘব ও পরিণীতির বাগদান পর্ব সম্পন্ন হয়। বোনের আংটিবদলের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে এসেছিলেন প্রিয়াংকা চোপড়া। আংটিবদলের পরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে গিয়েছিলেন তারকাযুগল। বোন প্রিয়াংকা চোপড়ার মতোই রাজকীয়ভাবেই বিয়েটা করতে চান পরিণীতি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন