বিনোদন প্রতিবেদক
অবশেষে আসছে বাঁধনের ‘খুফিয়া’

অবশেষে মুক্তি পাচ্ছে অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’। আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহয়ার’ অবলম্বনে ‘খুফিয়া’ নির্মাণ করেছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। ‘খুফিয়া’ সিনেমার শুটিং শেষ হয়েছে গত বছর। তখন প্রকাশ পেয়েছিল সিনেমার টিজার। চলতি বছর এপ্রিলে মুক্তির কথা থাকলেও তা আর হয়নি। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ওয়েব ছবিটির লুক টেস্টের জন্য মুম্বাই যান বাঁধন। পরে ওই বছরের অক্টোবরে দিল্লিতে শুরু হয় শুটিং। সিনেমায় বাঁধনের চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে বেশির ভাগ দৃশ্য বলিউড অভিনেত্রী টাবুর সঙ্গে। টাবুর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এর আগে বাঁধন জানিয়েছিলেন, টাবু তাকে সাপোর্ট ও কমফোর্ট না দিলে তার জন্য অভিনয় করা কঠিন হয়ে যেত। একে তো টাবুর মতো অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করছেন, তার ওপর নতুন জায়গা। পুরো বিষয় তার কাছে ছিল বড় চ্যালেঞ্জ। অ্যাকশন, ক্রাইম, থ্রিলারধর্মী এ সিনেমায় বাঁধন-টাবু ছাড়া অভিনয় করেছেন আলী ফজল, আশীষ বিদ্যার্থীসহ অনেকে।
"