বিনোদন ডেস্ক
‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ পেলেন শাকিরা
অনুষ্ঠিত হয়ে গেল ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড-২০২৩’-এর আকর্ষণীয় রাত। এ বছর ৯টি পুরস্কার জিতে শীর্ষে ছিলেন বিশ্বখ্যাত পপতারকা টেলর সুইফট। পুরস্কার জিতেছে নিকি মিনাজ, সেলেনা গোমেজ, রেমা, আইস স্পাইস, শাকিরা, আনিতা, লানা দেল রে, কোরিয়ান ব্র্যান্ড ব্ল্যাকপিংকসহ আলোচিত পপতারকা ও অ্যালবামসমূহ। এ বছর শাকিরাকেও সম্মানিত করা হয়েছে ‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ দিয়ে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড-২০২৩’-এর সন্ধ্যায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটি ‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ দেওয়া হয় কলম্বিয়ান পপকুইন শাকিরাকে। ভিএমএ অ্যাওয়ার্ডে প্রথম দক্ষিণ আমেরিকান শিল্পী হিসেবে উল্লেখযোগ্য পুরস্কার পেয়ে ইতিহাস তৈরি করেছেন শাকিরা। পুরস্কার জয়ের পর মঞ্চে নিজের বক্তৃতায় ‘ওয়াকা ওয়াকা’ গায়িকা এমটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাত্র ১৮ বছর বয়সে তার ক্যারিয়ারের অংশ হওয়ার জন্য। সেই সঙ্গে তার বাবা-মা এবং সন্তানদের ভালোবাসা এবং সমর্থনের জন্যও ধন্যবাদ জানিয়েছেন তিনি। শাকিরা বলেন, ‘আজ রাতে আমি সেই ব্যক্তিদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিজ্যুয়াল ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আমার বাবা-মাকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার সন্তান মিলান ও শাশাকে ধন্যবাদ জানাতে চাই, যারা এখানে আছে আমার জন্য।’ বাচ্চাদের উদ্দেশে শাকিরা বলেন, ‘একজন মা সবই করতে পারেন- এটি আমাকে অনুভব করানোর জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।’ হৃদয়গ্রাহী বক্তৃতা ছাড়াও নিজের হিট গানগুলোতে ‘ভিএমএ অ্যাওয়ার্ড শো’র মঞ্চে পারফরম করেন শাকিরা। তিনি ‘শি ওলফ’, ‘টে ফেলিসিটো’, ‘অবজেকশন’, ‘হোয়েনএভার’ ও ‘হিপস ডোন্ট লাই’ গানগুলোতে মঞ্চে ঝড় তোলেন। শাকিরার দুর্দান্ত পারফরম্যান্সে নাচতে দেখা যায় টেলর সুইফট, সেলেনা গোমেজসহ একাধিক তারকা ও উপস্থিত ভক্ত-অনুরাগীদের।
"