বিনোদন প্রতিবেদক

  ১৫ সেপ্টেম্বর, ২০২৩

এলো আগুনের নতুন গান

সিনেমার গানের জনপ্রিয় গায়ক আগুন। বিশেষত বাংলাদেশের অমর নায়ক সালমান শাহ যত দিন বেঁচে ছিলেন তার অভিনীত বেশির ভাগ সিনেমাতেই সালমানের গানের ভয়েস দিয়েছেন আগুন। সালমান শাহ অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাতে গান গেয়েই আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। সিনেমার গানের বাইরে আধুনিক গানেও আগুন জনপ্রিয়। বিজ্ঞাপনের জিঙ্গেলেও তিনি অনেক ভয়েজ দিয়েছেন। কিন্তু এ সময় এসে নতুন মৌলিক গান প্রকাশে বেশ বিরতিতেই ছিলেন আগুন। বিরতি ভেঙে নতুন একটি মৌলিক গান নিয়ে হাজির হলেন সেই আগুন। গানের শিরোনাম ‘অনুনয়’। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর-সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটি গতকাল বিকেলে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গীতিকার জামাল হোসেন বলেন, ‘আগুন ভাইয়ের কণ্ঠে এবারই আমার প্রথম কোনো মৌলিক গান। তার কণ্ঠটা আমার ভীষণ প্রিয়। কেমন যেন একটা কারিশমা আছে তার কণ্ঠে। আর থাকবেই-বা না কেন। কারণ তার বাবা খান আতাউর রহমান, আমাদের দেশের গর্ব। সেই প্রখ্যাত বাবার সন্তান তিনি। তিনি আমার গান করেছেন, তাতে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাকে। গানটি খুব ভালো হয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও ভালো লাগবে।’ আগুন বলেন, ‘গানটির শিরোনাম আমার ভালো লেগেছে। পুরো গীতিকবিতাটাই আসলে চমৎকার। সুর খুব ভালো করেছে উজ্জ্বল। যে কারণে গানটি গাইতেও আমার ভালো লেগেছে। অনেক দিন পর মনের মতো একটি গান করেছি। যে কারণে গানটি নিয়ে আমার নিজের মধ্যেই আশা জেগেছে যে শ্রোতাণ্ডদর্শকের ভালো লাগবে গানটি। ধন্যবাদ সৈকতকে মিউজিক ভিডিওতে আমাকে যথাযথভাবে উপস্থাপন করায়। গানটি শোনার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানালাম।’

এদিকে কিছুদিন আগে দেশের বাইরে টানা কিছু স্টেজ শো শেষ করেছেন আগুন। সিনেমার গানে আগুন প্রথমই বাজিমাত করেছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় ‘বাবা বলে ছেলে নাম করবে’, ‘একা আছি তো কী হয়েছে’, ‘এখন তো সময় ভালোবাসার’, ও ‘আমার বন্ধুগো চিরসাথী পথচলার’ গানগুলো তার কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে দেশে। সিনেমায় আগুনের আরো জনপ্রিয় গানগুলো হচ্ছে ‘ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি’, ‘প্রেমপ্রীতি আর ভালোবাসা’, ‘তোমাকে যেন আমি জীবন দিয়ে ভালোবাসতে পারি’, ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ ইত্যাদি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close