বিনোদন প্রতিবেদক

  ০৭ জুন, ২০২৩

নতুন দুই মৌলিক গান নিয়ে নিশাত

ছোটবেলা থেকেই গানের সঙ্গে নিশাতের সখ্য। বাবা মির্জা নুরুল হকের কাছে তার গানে হাতেখড়ি, তার কাছেই গানের যাবতীয় কিছু শেখা। তবে তার বাবা ১৯৯৯ সালে মারা যাওয়ার পর নিশাতেরও যেন গানের প্রতি আগ্রহটা একটু কমে যায়। যে কারণে একটা সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ‘হেড অব অ্যাডমিন’ হিসেবে চাকরি করেন দশ বছর। বিয়ে করে সংসারিও হন। দুই কন্যাসন্তানের মা তিনি।

সংসার, চাকরির পাশাপাশি সব কাজে ব্যস্ত থাকলেও গানে যেন মন থেকে তার টান রয়েই যায়। যে কারণে প্রকাশিত দুটো মৌলিক গান থাকলেও নতুন করে আরো দুটো মৌলিক গানের কাজ শেষ করেছেন তিনি। গানে নিজেকে পেশাগতভাবেই ব্যস্ত করে তুলতে চাইছেন নিশাত।

সংগীতশিল্পী, সংগীত পরিচালক অপু আমানের লেখা ও সুরে দুটি মৌলিক গানের কাজ শেষ করেছেন। গান দুটির শিরোনাম ‘মেঘের দেশে ভাসবো দুজন’ ও ‘এঁকেছি মনে প্রেমের আল্পনা’। গান দুটির সংগীতায়োজনও করেছেন অপু আমান। এরই মধ্যে দুটি গানেরই মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে।

নিশাত বলেন, ‘এর আগেও আমার দুটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। কিন্তু সেই গানগুলো খুব বেশি ভালো হয়নি। যে কারণে এবারের দুটো গানে সবদিক দিয়ে বিশেষভাবে মনোযোগ দিয়েছি। গানের কথা সুর এবং মিউজিক ভিডিও সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। আমি এবারের গানগুলো নিয়ে খুব আশাবাদী।’

নিশাত জানান, শিগগিরই গানগুলো ইউটিউবে প্রকাশ পাবে। নিশাত কিছুদিন গাজীপুর শিল্পকলা একাডেমিতেও গান শিখেছেন। নিশাতের প্রিয় শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। তবে স্টেজ শোতে তিনি আইয়ুব বাচ্চুু ও কুমার বিশ্বজিতের গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। নিশাত মাঝে মাঝে স্টেজ শোতে উপস্থাপনাও করেন। এর আগে তিনি এশিয়ান টিভিতেও কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। নিশাতের জন্ম ১৩ জুলাই। তার দুই কন্যা সৃষ্টি ও সিমিনই তার সুখের পৃথিবী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close