বিনোদন ডেস্ক
দেব-রুক্মিণীর রোমান্টিক ছবির রহস্য!
সম্প্রতি ঝাড়খণ্ড ও বোলপুরে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন দেব ও রুক্মিণী। সেই শুটিং স্পট থেকেই প্রেমিকা রুক্মিণীকে সঙ্গে নিয়ে এক রোম্যান্টিক ছবি পোস্ট করেছেন এই সুপারস্টার। রোমান্টিক সেই ছবি পোস্ট করে ভক্তদের ব্যোমকেশ সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন দেব। সেই সঙ্গে নিজেদের জন্য সৌভাগ্য কামনা করেছেন তিনি। এদিকে ব্যোমকেশ সিনেমায় সত্যবতীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সত্যবতীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা সত্যিই দারুণ ব্যাপার। তবে হ্যাঁ, আমি শরদিন্দু পড়িনি। তবে দামিণী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করছি। চরিত্রটাকে বোঝার চেষ্টা করছি।
রুপালি পর্দায় বারবার ব্যোমকেশ বক্সিকে খুঁজে পেয়েছেন বাঙালি দর্শক। গোয়েন্দা চরিত্রে কখনো উত্তম কুমার কিংবা পরমব্রত চট্টোপাধ্যায়, আবার কখনো যিশু সেনগুপ্ত, সুজয় ঘোষ বা অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দেবের নাম। টুইটেই চমকে দেন সুপারস্টার। যাতে লিখেছিলেন, ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসেবে ১৭ বছর পূর্ণ হলো। অভিনেতা হিসেবে আমার পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’। প্রযোজক দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম। সব সময় আপনাদের আশীর্বাদ কাম্য।
"