বিনোদন প্রতিবেদক
ইমরান-তৃষার ‘ওরে জান’

দেশের জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। তার নতুন গান মানেই শ্রোতাণ্ডদর্শকের মধ্যে নতুন এক উন্মাদনা। আজ প্রকাশ পাবে ইমরানের নতুন গান ‘ওরে জান’। প্রকাশ করবেন রঙ্গন মিউজিক। গানটিতে এবারই প্রথম তার সঙ্গে গেয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭-এর বিস্ময়কর কণ্ঠ মারুফা তৃষা।
গানের কথা লিখেছেন জামাল হোসেন। এর আগেও জামাল হোসেনের লেখা বেশ কটি গান গেয়েছেন ইমরান। সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
নেপালে এবং ঢাকায় এই গানের মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে বলে জানান ইমরান। এতে ইমরানের সঙ্গে মডেল হিসেবে আছেন নাজনীন নীহা।
ইমরান বলেন, ‘এই গানে আমার সহশিল্পী তৃষা। ২০১৭ সালে সেরাকণ্ঠ থেকে যে কজন শিল্পী উঠে এসেছেন তাদের মধ্যে তৃষার কণ্ঠটি এক কথায় দারুণ। তার ভয়েজ ইউনিক একটি ভয়েজ। আশা করছি তৃষার সঙ্গে সামনে আরো অনেক কাজ হবে এবং ‘ওরে জান’ গানে তার গায়কি শ্রোতাণ্ডদর্শকের ভালো লাগবে। তৃষার জন্য অনেক শুভ কামনা। আর ওরে জান গানটি সিনেমাটিক একটি গান এবং ভিডিওটি বেশ সিনেমাটিক হয়েছে। আমার পূর্ণ বিশ্বাস, এই গান শ্রোতাণ্ডদর্শকের অনেক ভালো লাগবে।’মারুফা তৃষা বলেন, ‘ইমরান ভাই সব সময়ই আমার পছন্দের শিল্পী। সেই সেরাকণ্ঠ থেকে আজ পর্যন্ত তিনি আমার কণ্ঠের এবং গায়কির সুনাম করে আসছেন। আমাকে সব সময়ই গানে উৎসাহ দিয়ে আসছেন। বলতেন, আমাকে নিয়ে কাজ করবেন। অবশেষে ওরে জান গানটিতে তার সঙ্গে গাইবার সৌভাগ্য হলো। আগেও টুকটাক কাজ হয়েছে। কিন্তু এবারের কাজটি একটু বেশিই বিশেষ আমার কাছে। এই গানটি ইমরান ভাইয়ার একাই গাওয়ার কথা ছিল। কিন্তু ভাইয়ের আগ্রহে এই গানে তার সঙ্গে আমার গাওয়া। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ এদিকে কিছুদিন আগেই বিয়ে করেছেন ইমরান। আগামী নভেম্বর/ ডিসেম্বরে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানান তিনি। কোরবানির ঈদের পর ইমরান লন্ডন, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন।
"