বিনোদন প্রতিবেদক

  ০২ জুন, ২০২৩

শিক্ষা উপমন্ত্রীর আহ্বানে ফেরদৌস-পূর্ণিমা

সিনেমায় জুটি হিসেবে বেশ সফলতা পেয়েছেন ‘ফেরদৌস-পূর্ণিমা’ জুটি। আবার উপস্থাপনায়ও তারা দুজন যেসব বড় স্টেজ শোতে অংশ নিয়েছেন, সেখানেও প্রশংসা কুড়িয়েছেন। বড় শোগুলোতও দুজন একসঙ্গে মঞ্চে পারফর্ম করেও দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছেন। যে কারণে ফেরদৌস কিংবা পূর্ণিমার চলচ্চিত্রের শুরু সময়কাল থেকে এখন পর্যন্ত জুটি হিসেবে বলা যায় ফেরদৌস-পূর্ণিমা জুটিই কাজে বেশ সক্রিয়। দুজনের এখনো নানা অনুষ্ঠানে সরব উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে।

বুধবার (৩১ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে একটি টেলিভিশনের প্রতিষ্ঠার ১১ বছরে ফেরদৌস-পূর্ণিমা জুটিকে দেখা যায়। মূলত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আহ্বানেই ফেরদৌস-পূর্ণিমা এই অনুষ্ঠানে উপস্থিত হন। শিক্ষামন্ত্রীর সঙ্গে এই জুটি টেলিভিশনটির ১১ বছরে পথচলাকে শুভকামনা জানিয়ে কেক কাটেন। মূলত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ‘বিজয় টিভি’র ব্যবস্থাপনা পরিচালক। এই টিভিরই প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা উপমন্ত্রীর আহ্বানে ফেরদৌস-পূর্ণিমা উপস্থিত হয়েছিলেন।

ফেরদৌস বলেন, ‘দেশের গণমাধ্যমের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। এটা পরম সত্যি যে আমার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত আমি সংবাদমাধ্যমের বিশেষত পত্রিকা, টেলিভিশনের অনেক সাপোর্ট পেয়েছি। তাই গণমাধ্যমের বিশেষ দিনে অর্থাৎ বিশেষত প্রতিষ্ঠাবার্ষিকীতে চেষ্টা করি সময় ম্যানেজ করে উপস্থিত থাকার। আর যেহেতু এই টিভির সঙ্গে আমাদের শিক্ষা উপমন্ত্রী সম্পৃক্ত আছেন। তাই তার আহ্বানে প্রতিষ্ঠার ১১ বছরকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে আমি আর পূর্ণিমা একই সঙ্গে উপস্থিত ছিলাম। অভিনয়কে ঘিরে শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে নানান বিষয়ে আলাপ হলো। এমনকি এমন বিষয়েও আলাপ হলো যে আমরা সিনেমাতে অভিনয় করার সময় একবারই সম্মানী পেয়ে থাকি। কিন্তু এ সময় এসে একই সিনেমা বহুবার বহু চ্যানেলে প্রচার হয়, বিভিন্ন ছোট ক্লিপিংসও প্রচার হয় এখন। তারা নানাভাবে অর্থ আয় করে নিচ্ছেন। আমরা আর কিছুই পাচ্ছি না। শুধু এতটুকুই বলব, যারা সিনিয়র শিল্পী আছেন তাদের ভাবনা মাথায় রেখেই একটা নিয়মে আসা উচিত।’

পূর্ণিমা বলেন, ‘শুভ কামনা রইল চ্যানেলটির জন্য। আগামীতে আরো ভালো অনুষ্ঠান নির্মাণের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতি অঙ্গনকে আরো সমৃদ্ধ করবে- এটাই আমার প্রত্যাশা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close