বিনোদন প্রতিবেদক

  ২৯ মার্চ, ২০২৩

এখনো অনবদ্য শাকিব

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। প্রায় দেড় দশক ধরে তিনি সাফল্যের শীর্ষে অবস্থান করছেন। এ দীর্ঘ ক্যারিয়ারে এখনো অভিনয়ে অনবদ্য এবং প্রযোজক-পরিচালকদের চাহিদার শীর্ষে রয়েছেন। জনপ্রিয়তা ও অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়ার কারণে তিনি ঢাকাই চলচ্চিত্রের ‘সুপারস্টার’ তমকা পেয়েছেন। কেউ কেউ তাকে ‘কিং খান’, ‘নবাব’ কিংবা ভাইজান বলেও সম্বোধন করেন।

২০০৭ সাল থেকে তিনি চলচ্চিত্রের রুপালি দুনিয়ায় পথচলা শুরু করেন। নিজের অভিনয় নৈপুণ্যতা ও আকর্ষণীয় অবয়ব দিয়ে ঢালিউডের শীর্ষ নায়কের আসনে অধিষ্ঠিত হন শাকিব খান। শুধু ঢালিউডে নয়, ওপার বাংলাতেও কিং খান কাজ করেছেন। সেখানে তিনি তার যোগ্যতার পরিচয় দিয়েছেন। ভারতের রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী।

নায়ক হিসেবে তার অন্যরকম সম্মোহনী ক্ষমতা রয়েছে বলা যায়। কারণ তিনি সিনিয়র নির্মাতাণ্ডপ্রযোজকদের কাছে যেমন চাহিদার সর্বাগ্রে, তেমনি নতুন প্রজন্মের নির্মাতাণ্ডপ্রযোজকদের কাছে চাহিদার শীর্ষে। শাকিব খানের এই দীর্ঘ পথচলা সব সময় সহজ ছিল না- এ কথা শাকিবের বিভিন্ন সাক্ষাৎকারে জানা যায়। অনেক কঠিন ও বন্ধুর সময় মোকাবিলা করে আজ তিনি কিং খানের আসনে বসেছেন। শাকিব ঢাকাই সিনেমার প্রায় সুপারহিট নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, পপি ছাড়াও হাল আমলের পূজা চেরীর সঙ্গেও। শাকিব খানের এ চলচ্চিত্র যাত্রায় অনেক সিনেমার মধ্যে উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘বলবো কথা বাসর ঘরে’, ‘আদরের জামাই’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’, ‘শিকারি’, ‘নবাব’, ‘রাজনীতি’, ‘সত্তা’, ‘চালবাজ’ ‘ভাইজান এলো রে’, ‘নাকাব’।

শুধু নায়ক নয়, নায়ক-প্রযোজক হিসেবে শাকিব তার পরিচয় দিয়েছেন। ২০১১ সালে ‘মনের জ্বালা’ চলচ্চিত্রে তিনি প্রথমবারে মতো গান গেয়েছেন। ২০১৪ সালে ‘হিরো : দ্য সুপার স্টার’ চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীকালে ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ নামের সিনেমাও প্রযোজনা করেছেন। ঢাকাই চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শাকিব খান ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’, ২০১৭ সালে ‘সত্তা’ সিনোমর জন্য শ্রেষ্ঠ নায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। অন্যদিকে তিনি দেশ-বিদেশে অসংখ্য পুরস্কারও সম্মাননায় ভূষিত হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close