বিনোদন প্রতিবেদক

  ২৪ মার্চ, ২০২৩

‘দর্শকের ভালোবাসায় মমতাজ হয়েছি’

বাংলাদেশের ফোকসম্রাজ্ঞী মমতাজ বেগম। সফল সংগীতশিল্পীর পাশাপাশি তিনি জনপ্রিয় একজন সংসদ সদস্যও। ফোক গানকে দেশের বাইরে একটি ভিন্ন অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মমতাজের ভূমিকা অনেক। ফোকসম্রাজ্ঞী হিসেবে তিনি বিশ্বের বহু দেশে বাংলাদেশের গানকে আরো সুউচ্চ স্থানে নিয়ে গেছেন। বহু বছর আগে স্টেজ শোতে মমতাজের অনবদ্যতা সৃষ্টি হওয়ার ধারাবাহিকতা এখনো সমান বহমান। বরং স্টেজ শোতে তার জনপ্রিয়তা দিন দিন যেন আরো বেড়েই চলছে। এরই মধ্যে ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাণ্ডদর্শকের মধ্যে মুগ্ধতা ছড়ান মমতাজ। এর পরও আরো কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এদিকে নারী দিবস উপলক্ষে ‘শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ থেকে আলোকিত নারী সম্মাননা ২০২২’-এ ভূষিত হন। মমতাজ বেগম বলেন, ‘যারা আমাকে আলোকিত নারী সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর সত্যিই বলছি, স্টেজ শোতে পারফর্ম করতে আমার সবচেয়ে ভালো লাগে। কারণ হাজার হাজার দর্শকের কাছ থেকে যে সাড়া পাওয়া যায়, যে ভালোবাসা পাওয়া যায় তা আর অন্য কোথাও মেলে না। দর্শকের ভালোবাসায় কিন্তু আজকে আমি মমতাজ হয়েছি। সফল সংগীতশিল্পী হতে পেরেছি কি না জানি না, তবে যতটুকুই হয়েছি তা দর্শকের ভালোবাসার কারণে। আর আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য আমি নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছি। সেখানকার মানুষ আমাকে মনেপ্রাণে ভালোবাসেন। এটাই আমার প্রাপ্তি। আমি সারাটা জীবন মানুষের জন্যই কাজ করে যেতে চাই। চাই সবার দোয়া ও ভালোবাসা।’ এদিকে জনসেবায় অবদান রেখে চিকিৎসাসেবায় সুনাম অর্জন করেছে মানিকগঞ্জের মমতাজ চক্ষু হাসপাতাল। ১৭ বছর ধরে চক্ষু চিকিৎসাসেবা দিয়ে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close