বিনোদন প্রতিবেদক

  ১৫ মার্চ, ২০২৩

আজীবন সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

দেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ট্রাব মিউজিক পারফরম্যান্স আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড-২০২২এ ভূষিত হবেন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাবের উদ্যোগে আগামী ২০ মার্চ বিকাল ৫টায় ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ওয়েসিস হলে ট্রাব মিউজিক পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে রেজওয়ানা বন্যাকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক, ফোক, ব্যান্ড, নাটকের শীর্ষ সংগীত, ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন সংগীত ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। রেজওয়ান চৌধুরী বন্যা বলেন, ‘আমি খুব সম্মানিত বোধ করছি। তারা আমাকে আজীবন সম্মাননা জানাতে যাচ্ছে। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।’

১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুর জেলায় জন্ম নেওয়া বন্যা প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। সেখানে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন ও আশীষ বন্দ্যোপাধায়ের মতো সংগীতজ্ঞদের সান্নিধ্যে আসেন তিনি। সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরের ধারার’ প্রতিষ্ঠাতা বন্যা রবীন্দ্রসংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন।

সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close