বিনোদন প্রতিবেদক

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৩

সীমানা পেরিয়ে দেশে ‘আদিম’

বিদেশ মাতিয়ে এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে গণঅর্থায়নে নির্মিত ছবি ‘আদিম’। এটি নির্মাণ করেছেন শামীম যুবরাজ। এরই মধ্যে রাশিয়া, আমেরিকা, ইতালির নানা চলচ্চিত্র উৎসব মাতিয়েছে ছবিটি।

আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে ‘আদিম’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শামীম। সম্প্রতি ‘ভূয়সী প্রশংসা’সহ ছবিটির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড।

নির্মাতা জানান, রাশিয়া, আমেরিকা, ইতালির সিনেমাপ্রেমীরা ছবিটি দেখেছেন। সেইসঙ্গে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এটি। তাই আমরা চাই দেশের মানুষ ছবিটি দেখুক।

শামীম আরো বলেন, এরই মধ্যে সেন্সরবোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছি। তারা অনেক প্রশংসাও করেছেন ছবিটির। বর্তমানে ছবি মুক্তির বাকি প্রক্রিয়া শেষ করে আগামী ১২ মে ছবিটি মুক্তি দিতে চাই আমরা।

জানা গেছে, ২০২২ সালের আগস্টে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে সিলভার জর্জ অ্যাওয়ার্ড (স্পেশাল জুরি অ্যাওয়ার্ড) ও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছে ‘আদিম’।

এছাড়া ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শকদের প্রশংসা পেয়েছে ছবিটি। এমনকি গেল নভেম্বরে অনুষ্ঠিত দ্বাদশ কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের সেরা সিনেমার (বেস্ট অব দ্য ফোস্ট) পুরস্কারও লাভ করেছে ‘আদিম’।

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে করা হয়েছে ‘আদিম’ ছবিটির শুটিং। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন দুলাল মিয়া ও সোহাগী। তবে এর কলাকুশলীরা কেউ পেশাদার শিল্পী নন। ছবির চিত্রগ্রহণে কাজ করেছেন আমির হামজা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close