বিনোদন প্রতিবেদক

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৩

থিয়েটারের সুবর্ণজয়ন্তীতে নাট্যোৎসব

রাজধানীর নাট্যদল থিয়েটারের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজন করেছে নাট্যোৎসবের। আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মঞ্চে একযোগে অনুষ্ঠিত হবে এ আয়োজন, চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৯৭২ সালের ৭ ফেব্রুয়ারি মঞ্চ পদযাত্রা শুরু হয় থিয়েটার নাট্যদলের। দলটির প্রথম মঞ্চায়িত নাটক ‘কবর’। আজ বেলা ১১টায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাট্যোৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, গোলাম কুদ্দুছ, চন্দন রেজা, প্রদীপ বণিক প্রমুখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা। উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মঞ্চে ও ঢাকার বাইরে মোট ২২টি নাট্যদলের ২২টি নাটক প্রদর্শিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close