বিনোদন ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি, ২০২৩

ধীরে ধীরে এগোচ্ছে অনন্যা

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অনন্যা। রোমান্টিক ছবি ‘গেহরাইয়াঁ’র পর দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে দ্বিভাষিক ক্রীড়ামূলক ছবি ‘লাইগার’-এও নায়িকা হিসেবে দেখা যায় তাকে। অল্প সময়ে নানাভাবে চেষ্টা করার পর অনন্যার দাবি, ‘মনে হচ্ছে খুব ধীরে ধীরে এগোচ্ছে আমার ক্যারিয়ার।’ তার মতে, মহামারিই হয়তো এর জন্য দায়ী। বললেন, করোনার দুটি বছরে কাজ পাইনি। আরো কাজ আসতে পারত। এখন অনন্যার মনে হচ্ছে, এবার হয়তো ভালো সময় আসছে। দ্রুত নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন বলেই আশা দেখছেন অভিনেত্রী। সেই সঙ্গে দুই প্রাণের বন্ধু সুহানা খান এবং শানয়া কাপুরের নতুন শুরু নিয়েও উচ্ছ্বসিত অনন্যা। তাদের প্রথম সিনেমা যে এ বছরই মুক্তি পাচ্ছে। উত্তেজনায় ডগমগ অনন্যা বলেন, শানয়া করণ জোহরের সঙ্গে কাজ করছে। সুহানা জোয়া আখতারের সঙ্গে। আর কী চাই! আমার এত রোমাঞ্চ লাগছে যে কী বলব। ওদের প্রথম কাজগুলো দেখার জন্য ছটফট করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close