বিনোদন প্রতিবেদক

  ০১ ফেব্রুয়ারি, ২০২৩

সাব্বির-দীপার ‘আলাদিন’

সম্প্রতি ঘোষিত হলো ২০২১ সালের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। ২০২১ সালের সেরা অভিনেতা হিসেবে মীর সাব্বির ‘রাত জাগা ফুল’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন। সরকারি অনুদানে ‘রাত জাগা ফুল’ সিনেমাটি নির্মাণ করেছেন মীর সাব্বির নিজেই। এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনা করেছেন মীর সাব্বির। এরই মধ্যে মীর সাব্বির প্রতিনিয়ত শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ অভিনেতার রচনার পাশাপাশি নাটকটি যৌথভাবে আমিরুল ইসলাম অরুনের সঙ্গে নির্মাণ করেছেন। নাম ‘আলাদিন’।

এতে অভিনয় করেছেন দীপা খন্দকার, ফারজানা চুমকিসহ অনেকে।

গল্প প্রসঙ্গে মীর সাব্বির জানান, ১০০ বছর পর চেরাগ নিয়ে অস্ট্রেলিয়া থেকে আলাদিন বাংলাদেশে আসে। এখানে এসে সে একজন বাচ্চার মুখোমুখি হয়। আলদিনের কাছে তার দাবি থাকে যেন বাংলাদেশের স্কুলগুলোতে খেলার মাঠ দেওয়া হয়, ট্রাফিক জ্যাম যেন থাকে না এবং স্কুল ব্যাগের ভার যেন কমিয়ে দেওয়া হয়। কিন্তু আলাদিন তা পারে না। আলাদিন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে, রাজনীতিবিদদের সঙ্গে কথা বলে। আলাদিন বুঝতে পারে এটা করতে তার অনেক সময় লাগবে। কিন্তু তার চেয়েও বেশি দরকার বাংলাদেশের মানুষের নিজেদের বদলাতে। মীর সাব্বির বলেন, ‘এই নাটকের মধ্য দিয়ে আমি একটি সুন্দর মেসেজই দিতে চেয়েছি।

আর তা হলো আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। আমরা কিন্তু ক্যান্টনম্যান্টের ভেতরে গেলে সব আইনকানুন ঠিকই মেনে চলি। তাহলে এর বাইরে এলেই কেন আমরা আইনকানুন মেনে চলি না। কেন ফুটপাতে দোকান বসে, কেন আমাদের হেঁটে যেতে কষ্ট হয়। কেন ট্রাফিক আইন আমরা মেনে চলি না। আমাদের এখন সময় হয়েছে নিজেদের বদলানোর। নিজেদের না বদলালে আগামীদিন আরো অনেক কষ্টের হবে। অনেক কঠিন হবে।’

দীপা খন্দকার বলেন, ‘নাটকটির গল্প ভাবনাটা আমার কাছে ভালো লেগেছে। যে কারণে নাটকটিতে অভিনয়ও করতে ভালো লেগেছে। এর আগেও সাব্বিরের নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। সাব্বির সব সময়ই যত্ন নিয়ে নাটক নির্মাণ করে। এ নাটকটি নির্মাণের ক্ষেত্রে যেন আরো বেশি সিরিয়াস ছিল সাব্বির। আশা করছি নাটকটি সমাজের মানুষকে আরো সচেতন করে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।’

মীর সাব্বির জানান, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close