বিনোদন প্রতিবেদক

  ২৫ জানুয়ারি, ২০২৩

বিশুর সন্তানের দায়িত্ব নিলেন জেমস

নগরবাউল জেমসের কণ্ঠে শ্রোতাদের হৃদয় উজাড় করা, কালের সীমানা জয় করা বহু গান এসেছে যার কলম থেকে, তিনি বিশু শিকদার। ‘দুষ্টু ছেলের দল’ খ্যাত এই গীতিকবি ২১ জানুয়ারি মারা গেছেন। নড়াইলের লোহাগড়ায় নিজ বাসাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশুর মৃত্যুতে বিষাদের বড় ধাক্কা এসেছে জেমসের মনে। শোক প্রকাশ করে অন্তর্জালে পোস্ট দিয়েছেন। খোঁজ নিয়েছেন মুঠোফোনে। না, এটুকুতে সীমাবদ্ধ থাকেননি কিংবদন্তি এই রকস্টার। ঢাকা থেকে ছুটে গেলেন লোহাগড়ার ধোপাদাহ গ্রামে। দেখা করলেন বিশুর পরিবারের সঙ্গে। এমনকি বাবা হারানো বিশুর দুই কন্যা সুকন্যা ও জিমের সার্বিক দায়িত্ব নিয়েছেন জেমস। তাদের পড়াশোনা, থাকাণ্ডখাওয়ার সব ব্যয় বহন করবেন তিনি। সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশু শিকদার গীতিকবি হিসেবে মূলত জেমসের সঙ্গেই কাজ করতেন। তারা দুজন মিলে বেশ কিছু কালজয়ী গান উপহার দিয়েছেন। এই তালিকায় আছে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ প্রভৃতি। এমনকি এক যুগ পর গত বছর জেমস যে নতুন গানটি (আই লাভ ইউ) প্রকাশ করেছেন, সেটিও যৌথভাবে বিশুর লেখা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close