বিনোদন প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০২৩

শিল্পকলায় ‘আলী যাকের নতুনের উৎসব’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘আলী যাকের নতুনের উৎসব ২০২৩’। এ নাট্যোৎসবে পাঁচটি নাট্যদলের পাঁচজন নির্দেশকের পাঁচটি নতুন নাটক প্রদর্শিত হবে। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।

এবারের আয়োজনের উদ্বোধনী দিনে বাংলাদেশের নাট্যাঙ্গনের চারজনকে সম্মাননা দেবে নাগরিক নাট্য সম্প্রদায়। তারা হলেন- সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার, খালেদ খান ও আলী যাকের।

নতুন পাঁচ নাটক হলো- শুভাশিস সিনহা নির্দেশিত হূৎমঞ্চ রেপারটরির প্রযোজনায় ‘রিমান্ড’, অলোক বসু নির্দেশিত থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনায় ‘দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট’, মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলার প্রযোজনায় ‘সখী রঙ্গমালা’, বাকার বকুল নির্দেশিত তাড়ুয়ার প্রযোজনায় ‘আদম সুরত’ এবং আজাদ আবুল কালাম নির্দেশিত প্রাচ্যনাটের প্রযোজনায় ‘অচলায়তন’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যজন আসাদুজ্জামান নূর। নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ আয়োজনের সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রসঙ্গত, ২০১৯ সালে নাগরিকের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় নতুনের নাট্যোৎসব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close