বিনোদন প্রতিবেদক

  ০৮ ডিসেম্বর, ২০২২

তাহমিনা অথৈর ব্যস্ততা

প্রয়াত বরেণ্য বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে সিনেমায় যাত্রা শুরু হয়েছিল তাহমিনা অথৈর। সিনেমাটি মুক্তির পর অথৈ তার অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিতও হয়েছিলেন। প্রথম সিনেমাতেই এত গুণী একজন পরিচালকের নির্দেশনায় সিনেমায় কাজ করার সুযোগ পাওয়াটাও ছিল যেন তার জন্য সৌভাগ্যের। যে কারণে সাইদুল আনাম টুটুল ঠিক যেমন চেয়েছিলেন, তেমনই অভিনয় করার চেষ্টা করেছিলেন অথৈ। যে কারণে মূলত দর্শকের কাছে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এদিকে এরই মধ্যে অথৈ অভিনীত দ্বিতীয় সিনেমা মানিক মানবিক পরিচালিত ‘আজব ছেলে’ও এরই মধ্যে বেশ প্রশংসা নিয়ে সেন্সর ছাড়পত্র লাভ করেছে। এই সিনেমাতে অথৈ অভিনয় করেছেন মলি চরিত্রে। তার সঙ্গে আরো আছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম ও রিদওয়ান (নাম ভূমিকায় রিদওয়ানই অভিনয় করেছে)। সিনেমাটি মূলত মুহাম্মদ জাফর ইকবালের লেখা ‘আজব ছেলে’ অবলম্বনে চিত্রনাট্য করেছেন মানিক মানবিক। অথৈ বলেন, ‘শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রয়াত বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল স্যারকে। তিনি আমাকে প্রথম সিনেমাতে অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন। তার দেখানো পথেই হাঁটার চেষ্টা করছি, অভিনয় শেখার চেষ্টা করছি। কাজ করতে গেলেই যে শুধু তাকে মনে পড়ে এমনটি নয়, বলা যায় প্রতিনিয়তই তাকে মনে পড়ে। তার কালবেলাতে অভিনয়ের জন্য আমি কিছুটা হলেও প্রশংসিত হয়েছি। স্যার বেঁচে থাকলে অনেক খুশি হতেন। আজব ছেলে-মূলত একটি শিশুতোষ চলচ্চিত্র। আমি এতে মলি চরিত্রে অভিনয় করেছি। যে বেশ বিচক্ষণ এবং বুদ্ধিমতি একটি মেয়ে। সহশিল্পী হিসেবে তৌকীর ভাইকে পেয়েছি। তার কাছ থেকেও অভিনয় সম্পর্কে অনেক কিছু শিখেছি, জেনেছি। পরিচালকের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা রইলো। সিনেমাটি মুক্তি পেলে আশা করছি ভালোলাগবে দর্শকের।’ ১ ঘণ্টা ৪৫ মিনিটের এই সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। এদিকে তাহমিনা অথৈ ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ-২০১৭ তে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close