বিনোদন প্রতিবেদক

  ০৮ ডিসেম্বর, ২০২২

বন্যা, আঁখির সঙ্গে গেয়ে উচ্ছ্বসিত স্বপ্নীল

রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলাদেশের নন্দিত রবীন্দ্র সংগীতশিল্পী। অন্যদিকে আঁখি আলমগীর এমনই একজন সংগীতশিল্পী বছরজুড়ে যার সবচেয়ে বেশি স্টেজ শো থাকে। এমন কি স্টেজ শোতে অপ্রতিদ্বন্দ্বীও বলা হয়ে থাকে তাকে। এই দুজন শিল্পীর সঙ্গে একই অনুষ্ঠানে একই মঞ্চে গান গাইবার সুযোগ পেয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় বিশেষত রবীন্দ্র সংগীত শিল্পী স্বপ্নীল সজীব। যিনি তার মেধা ও কণ্ঠের মাধুর্যতা দিয়ে শ্রোতাণ্ডদর্শকদের মুগ্ধ করে আসছেন। সম্প্রতি রাজধানীর বনানী শেরাটনে একটি প্রতিষ্ঠানের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রথমেই গান গাইতে মঞ্চে ওঠেন স্বপ্নীল সজীব। তিনি তিনটি গান পরিবেশন করেন। এরপর মঞ্চে ওঠেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনিও চারটি গান পরিবেশন করেন। সর্বশেষ মঞ্চে ওঠেন আঁখি আলমগীর। তিনিও টানা বেশ কয়েকটি গান পরিবেশন করেন। আঁখি আলমগীরের সঙ্গে ‘জল পড়ে পাতা নড়ে’ গানটির সঙ্গে স্বপ্নীল সজীবও গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন। আঁখি যতক্ষণ মঞ্চে ছিলেন ততক্ষণই দর্শকের মধ্যে একটা অন্যরকম ভালোলাগা কাজ করছিল। রেজওয়ানা চৌধুরী বন্যা ও আঁখি আলমগীরের সঙ্গে গান করা প্রসঙ্গে স্বপ্নীল সজীব বলেন, ‘এ আমার পরম সৌভাগ্য যে বন্যা আপা এবং আঁখি আপার সঙ্গে একই অনুষ্ঠানে গান গাইবার সুযোগ পেয়েছি। এর আগে আঁখি আপার সঙ্গে দেশে এবং দেশের বাইরেও একই অনুষ্ঠানে গান গাইবার সুযোগ হয়েছে আমার। কিন্তু দুজনের সঙ্গে একই মঞ্চে গান গাইবার সৌভাগ্য হবে, ভাবিনি কখনো। বন্যা আপা আমাকে যেমন স্নেহ করেন, আঁখি আপাও তেমনি। সেদিনের অনুষ্ঠানে দুজনের সান্নিধ্যে এসে আমার ভালো লেগেছে। বিশেষত আঁখি আপা আমাকে এর আগেও মঞ্চে তার সঙ্গে গাইবার সুযোগ করে দিয়েছেন, এবারও দিয়েছেন। এতে আমি সত্যি গর্ববোধ করি। আঁখি আপার প্রতি সবসময়ই অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। কিছুদিন আগে আমার জন্মদিনটিতেও তিনি উপস্থিত হয়ে দিনটিকে আলোকিত করেছিলেন। তিনি আসলে অন্যরকম, অনন্যা। তার জন্য সবসময় দোয়া রইলো।’

এদিকে আগামীকাল স্বপ্নীল সজীব কলকাতা যাচ্ছেন। সেখানে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানসহ আরো কয়েকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close