বিনোদন প্রতিবেদক

  ০৬ ডিসেম্বর, ২০২২

অভিনয়ে ৪৫ বছর

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন মঞ্চ ও টিভি নাটকের শক্তিশালী অভিনেতা শাহ আলম দুলাল। ১৯৭৭ সালে নিজেকে নাটকের দল ‘আরণ্যক’-এর সঙ্গে যুক্ত হন তিনি। একই সময়ে এই দলে যুক্ত হয়েছিলেন সালাহ উদ্দিন লাভলু ও আজিজুল হাকিম। সম্প্রতি দীপ্ত টিভির ‘মান অভিমান’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়া একই চ্যানেলের জন্য আশীশ রায়ের পরিচালনায় নির্মিত ‘জবা’ নামক নতুন ধারাবাহিকেও কাজ শুরু করেছেন শাহ আলম দুলাল। অভিনয় প্রসঙ্গে শাহ আলম দুলাল বলেন, ‘এই বছর তো আরণ্যক ৫০ বছর উদযাপন করছে। আমিও আছি সঙ্গে। আগের মতো আসলে মঞ্চে সময় দেওয়া হয় না। তবে মঞ্চের প্রতি ভালোবাসা অনেক। সর্বশেষ মঞ্চে রাঢ়াং নাটকে অভিনয় করেছি। আমি তো আসলে মনে-প্রাণে মঞ্চের শিল্পী। মঞ্চের জন্যই আজকের আমি। আর টিভি নাটকেও মাঝে মাঝে অভিনয় করি। কিছুদিন আগে মান-অভিমান ধারাবাহিকের কয়েকটি পর্বে অভিনয় করেছি। আবার নতুন ধারাবাহিক জবাতেও অভিনয় করছি। অভিনয় করতে তো ভালোই লাগে। অভিনয়ের মধ্যে থাকতেও ভালো লাগে।’ আরণ্যকের হয়ে মঞ্চে শাহ আলম দুলাল প্রথম অভিনয় করেন ‘ওরা কদম আলী’ নাটকে। এরপর তিনি ইবলিশ, সাত পুরুষের ঋণ, গিনিপিগ, ময়ূর সিংহাসন, সমতট, জয় জয়ন্তী, রাঢ়াংসহ ৪০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। মঞ্চে তিনটি নাটকের নির্দেশনাও দিয়েছেন তিনি। নাটকগুলো হচ্ছে মান্নান হীরা রচিত ময়ূর সিংহাসন, খেলা এবং আবদুল্লাহ হেল মাহমুদ রচিত ‘উপরওয়ালা’। দুলাল জানান, অভিনয়ের চেয়ে নির্দেশনা বেশি উপভোগ করেন তিনি। ১৯৯০ সালে তিনিই প্রথম বাংলাদেশ থেকে প্রথম কোনো একক শো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন। নানকার বিদ্রোহ নিয়ে রচিত এ নাটকের নাম ছিল ‘ননানকার পালা’। ১৯৮২ সালে আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় ও

মামুনুর রশীদের রচনায় ‘আদম সূরত’ ছিল দুলালের প্রথম টিভি নাটক। এরপর স্বপ্নের শহর, ইতিকথা, মানুষ, সংশপ্তকসহ আরো বহু নাটকে অভিনয় করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close